সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / অভিনেত্রী রাশমিকা মান্দানার জনপ্রিয়তার আসল রহস্য কী?

অভিনেত্রী রাশমিকা মান্দানার জনপ্রিয়তার আসল রহস্য কী?

 

শেরপুর নিউজ ডেস্ক:
পুষ্পা: দ্য রাইজ মুক্তির পর জনপ্রিয়তা একেবারে অন্য স্তরে পৌঁছে গেছে অভিনেত্রী রাশমিকা মান্দানা। দক্ষিণ ভারতের ছোট পরিসর থেকে উঠে, তিনি এখন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি পোস্ট হলেই যেন ভাইরাল হয়ে যায়। কিন্তু প্রশ্ন উঠছে—রাশমিকার এই অগাধ জনপ্রিয়তার রহস্য কী?

কর্ণাটকের মেয়ে রাশমিকা মান্দানা ২০১৬ সালে বড় পর্দায় কন্নড় সিনেমার মাধ্যমে অভিষেক করেন, এরপর তিনি তেলেগু সিনেমাতেও কাজ শুরু করেন। যদিও তার সিনেমাগুলোর বেশিরভাগই সফল ছিল, তবুও তাকে আলাদাভাবে মনে রাখার মতো কোনো কারণ ছিল না। তবে ২০১৮ সালে তেলেগু সিনেমা গীতা গোবিন্দম মুক্তির পর তার ক্যারিয়ার নতুন গতি পায়। এই রোমান্টিক কমেডি সিনেমাটি অল্প বাজেটে নির্মিত হলেও সুপারহিট হয়। পাশাপাশি, বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তার জুটি তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং হয়ে ওঠে, যেখানে সিনেমার নানা দৃশ্য ও সংলাপ নিয়ে মিম তৈরি হয়। এর ফলে রাশমিকার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে এবং তিনি অন্তর্জালে ব্যাপক চর্চিত হন।

এই সিনেমায় পাওয়া জনপ্রিয়তা আরো ছড়িয়ে পড়ে ‘ডিয়ার কমরেড’ দিয়ে। ২০১৯ সালে মুক্তি পাওয়া ভারত কর্মার সিনেমাটি নানা কারণেই গুরুত্বপূর্ণ। এটি পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমা নয়, আবার শৈল্পিক ঘরানারও নয়। দুই ঘরানার মিশ্রণে দর্শক-সমালোচকের কাছে প্রশংসিত এক সিনেমা উপহার দিয়েছিলেন নির্মাতা। ছবিতে রাশমিকাকে দেখা যায় ক্রিকেটারের চরিত্রে। এক নারী ক্রিকেটার, যে যৌন হয়রানির শিকার হয়, প্রেমিককে হারায়, এমন জটিল মনস্তত্বের চরিত্র পর্দায় দারুণভাবে তুলে ধরে নিজের অভিনয়–দক্ষতার জানান দেন রাশমিকা। তরুণদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা আরও বেড়ে যায়।

এরপর ‘সারিলেরু নিকিভারু’, ‘বিসমা’, ‘সুলতান’ ইত্যাদি সিনেমা দিয়ে সিনেমা–দুনিয়ায় নিজের জায়গা আরও পোক্ত করে ফেলেন রাশমিকা। তবে এই অভিনেত্রীর জীবন আমূল বদলে যায় ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে। ২০২১ সালে মুক্তি পাওয়া সুকুমারের ছবিটি দিয়ে পুরো উপমহাদেশজুড়ে পরিচিতি পান। পরের গল্পটা সবার জানা। রাশমিকা এরপর কয়েকটি হিন্দি সিনেমা করেছেন, চলতি মাসে আবার হাজির হয়েছেন ‘শ্রীভাল্লি’ রূপে। ‘পুষ্পা ২’-তে তাঁর অভিনয়ের জায়গা ছিল আরও বেশি, সেটার পূর্ণ সদ্ব্যবহার করেছেন তিনি। সব মিলিয়ে এখন প্রযোজক ও পরিচালকদের কাছে রাশমিকার ব্যাপক চাহিদা। ‘পুষ্পা’, ‘পুষ্পা ২’, ‘অ্যানিমেল’-এর মতো ব্লকবাস্টার হিট সিনেমার অংশ যিনি, তাঁর চাহিদা তো থাকবেই।

রাশমিকার আরেকটি সুবিধা, সব ধরনের চরিত্রে, সব ধরনের সিনেমায় তাকে মানিয়ে যায়। ‘গীতা গোবিন্দম’-এ তিনি পাশের বাড়ির মেয়ে টাইপ চরিত্র করেছেন, ‘ডিয়ার কমরেড’-এ হয়েছেন নারী ক্রিকেটার। আবার হিন্দি সিনেমার অভিষেকে ‘গুডবাই’-এ গ্ল্যামারহীন চরিত্র করেছেন। আবার ‘অ্যানিমেল’-এ নিজের ‘সুইট গার্ল’ ইমেজ ভেঙে সাহসী দৃশ্যে অভিনয়ও করেছেন। সামনে তাকে দেখা যাবে সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’ সিনেমায়।

Check Also

অভিনেত্রী বাঁধনের জন্য পাত্র খুঁজছে পরিবার

শেরপুর নিউজ ডেস্ক: সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিগত বছর প্রসঙ্গে নানান কথা বলেন অভিনেত্রী আজমেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − three =

Contact Us