সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / ধুনটে মাজারের কর্তৃত্ব নিয়ে ‌দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর

ধুনটে মাজারের কর্তৃত্ব নিয়ে ‌দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার ধুনটে মাজারের কর্তৃত্ব নিয়ে দু’পক্ষের মধ্যে মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় সেলিম রেজা (৩২) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহত সেলিম রেজাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। সেলিম রেজা মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নে জোলাগাঁতী শাহ সুফি হযরত পীরপাল বড় দেওয়ান (রাহ.) মাজার শরীফের কর্তৃত্ব নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এ অবস্থায় শনিবার সকাল ৯ টায় সেলিম রেজা ব্যবসার কাজে জোলাগাতী মাজার এলাকায় যান। এ সময় মথুরাপুর ইউনিয়নের জোলাগাতী গ্রামের নাসির উদ্দিন ও তার লোকজন সেলিম রেজার উপর হামলা চালায়। হামলাকারীদের বিরুদ্ধে সেলিম রেজাকে মারপিট করে প্রায় ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠে।

এ ঘটনার সংবাদ পেয়ে সেলিম রেজার স্বজনরা ক্ষুব্ধ হয়ে হামলা চালিয়ে নাসির উদ্দিনের ভাই ইয়াকুব আলীর বাড়িঘর ভাঙচুর করেছে। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ইয়াকুব আলী বলেন, বিএনপি নেতা সেলিম রেজাকে মারপিটের ঘটনার সঙ্গে আমি জড়িত ছিলাম না। তারপরও সেলিমের লোকজন শত্রুতামূলকভাবে আমার বাড়িঘর ভাঙচুর করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আহত বিএনপি নেতার চিকিৎসার খোঁজখবর নেয়া হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Check Also

বগুড়ায় চাঁদাবাজির মামলায় সাবেক যুবদল নেতা রাশেদুল গ্ৰেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় সাবেক ছাত্রদল ও যুবদল নেতা ব্যবসায়ী রাশেদুল ইসলামকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =

Contact Us