শেরপুর নিউজ ডেস্ক: দক্ষিণ ইথিওপিয়ায় সিদামা রাজ্যে সড়ক দুর্ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। রবিবার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সিদামা রাজ্য ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার প্রায় ৩০০ কিলোমিটার (১৮০ মাইল) দক্ষিণে অবস্থিত।
সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, ‘একটি গাড়ি দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে।
’ তবে সেখানে দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। ব্যুরো অনুসারে ঘটনাটি ঘটেছে ইস্টার্ন জোনের বোনা জুরিয়া ওরেদার গেলানা সেতুতে।
এতে আলো বলা হয়েছে, ‘আহত চার যাত্রীকে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ দেশটির স্বাস্থ্য ব্যুরোর শেয়ার করা কিছু ছবিতে গাড়ির চারপাশে প্রচুর লোক দেখা যাচ্ছে।
গাড়িটি আংশিকভাবে পানিতে নিমজ্জিত এবং পানি থেকে টেনে তোলার চেষ্টা চলছে।শেয়ার করা অন্যান্য ছবিগুলোতে মৃতদেহ দেখা যাচ্ছে, মাটিতে পড়ে আছে।
ব্যুরো দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে এবং জানিয়েছে, দুর্ঘটনা সম্পর্কে আরো তথ্য পরে শেয়ার করা হবে। দুর্ঘটনায় পতিত যানবাহনের সংখ্যা বা মোট যাত্রীর সংখ্যা সম্পর্কে সামান্য তথ্য শেয়ার করেছে তারা।