ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা বলেছেন, আওয়ামী লীগের এদেশের মাটিতে রাজনীতি করার কোন অধিকার নেই। কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দেশের মানুষ নিরাপদে ছিলেন না। একাত্তরের আগে পাকিস্তানীদের কাছে আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম। আর স্বাধীনতার পরে এই ১৭ বছরে আওয়ামী লীগ ও শেখ হাসিনার কাছে আমরা বৈষম্যের শিকার হয়েছি। আওয়ামী লীগ অতীতে সকল দলকে নির্বাসিত করে বাকশাল কায়েম করেছিল এই দল গণতন্ত্রের শত্রু। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টায় ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মালিক শ্রমিক ছাত্র জনতার আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বাস-মিনিবাস-কোচ মাইক্রোবাস পরিবহর শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন, শেরপুর-ধুনট মালিক শ্রমিক যৌথ কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা, সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতি, জেলা ট্রাক-লরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু রায়হান, শেরপুর উপজেলা অটোটেম্পু-অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক জামাল তালুকদার, শেরপুর উপজেলা কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোন্নাফ আকন্দ, শেরপুর উপজেলা ও শহর রিক্সা-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোয়াজ্জেম হোসেন, শেরপুর উপজেলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি নুর আলম শাকিল, ধুনট উপজেলা রিক্সা-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুল হক রনি, সাবেক ছাত্রনেতা তাসফিকুর রহমান রুমন, শেরপুর উপজেলা বয়লার শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউছুব আব্দুল্লাহ হারুন, শেরপুর-ধুনট বন্দর মটর শ্রমিক কল্যান সংস্থার সভাপিত শওকত খন্দকার, নাইমুর রহমান, শামস্ আরাফাত শিশির, আশিক মাহমুদ রুমন প্রমুখ।