সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / শাহরুখের বাদশাহি মেজাজের নতুন তথ্য জানালেন ‘জওয়ান’র সানিয়া

শাহরুখের বাদশাহি মেজাজের নতুন তথ্য জানালেন ‘জওয়ান’র সানিয়া

শেরপুর নিউজ ডেস্ক:

নতুন প্রজন্মের অভিনেতাদের কাছে শাহরুখের পরামর্শ আশীর্বাদের মতো। বছরের পর বছর খ্যাতির চূড়ায় থেকেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখকে নিয়ে আরো এক অজানা তথ্য জানিয়েছেন সান্য। ‘জওয়ানে’র শুটিং চলার সময়ে একাধিকবার শাহরুখের গাড়িতে উঠেছেন সানিয়া মালহোত্রা। গাড়িতে নাকি নিজের ছবির গান শুনতেই ভালবাসেন বাদশাহ। পর পর নিজের ছবির গান চালাতে থাকেন তিনি।

অভিনয়ের বাইরে তার বাচনভঙ্গিতেও মুগ্ধ অনুরাগীরা। তাই তার থেকে পরামর্শ পাওয়া মানে জীবনের চলার পথ যেন আরো মসৃণ হয়ে যাওয়া। এমন সৌভাগ্য হয়েছিল সানিয়া মলহোত্রেরও।

 

‘জওয়ান’র ছবিতে অভিনয় করেছিলেন সানিয়া। সেই সময়ে শাহরুখের সান্নিধ্য পেয়েছিলেন তিনি। কাজ ও জীবন নিয়ে নাকি খুব চিন্তা করতেন সান্য। চোখ এড়ায়নি শাহরুখের। তখনই তিনি সান্যকে বেশি চিন্তা না করে জীবনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। এই পরামর্শ নাকি অভিনেত্রীর জীবন বদলে দেয়। তার পর থেকে জীবন নিয়ে খুব ইতিবাচক হয়ে ওঠেন তিনি। জীবনের চলার পথও নাকি আরো সহজ হয়ে ওঠে।

তবে এই সবের মধ্যেও মালহোত্রার লক্ষ্য ছিল একটাই। শাহরুখের অভিনয়, ব্যক্তিত্ব, জীবনযাপন— সবটাই শিখতে চেয়েছিলেন অভিনেত্রী। ছবিতে একাধিক মহিলা চরিত্র রয়েছে। তাদের প্রত্যেকের সঙ্গে শাহরুখের আচরণ মুগ্ধ করেছিল সানিয়াকে। সেটে উপস্থিত অভিনেত্রী ও ক্যামেরার পিছনের মহিলা কর্মীদের সঙ্গে বিশেষভাবে গুরুত্ব দেন তিনি। তা ছাড়াও তার ছবিতেও সব সময় নারী চরিত্রকে সম্মান করা হয় বলে মন্তব্য করেন সান্য।

এই মুহূর্তে ‘কিং’ নিয়ে ব্যস্ত শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন অভিষেক বচ্চন ও সুহানা খান।

Check Also

এবার অনলাইন জুয়ায় পিয়া জান্নাতুল

শেরপুর নিউজ ডেস্ক: মাহিয়া মাহি, পরীমণি, শবনম বুবলীসহ দেশের বেশ কয়েকজন শোবিজ তারকা জড়িয়েছেন অনলাইন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + eight =

Contact Us