শেরপুর নিউজ ডেস্ক:
শীত মৌসুমে যমুনা নদীর বগুড়া সারিয়াকান্দি একাংশে ভয়াবহ নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে উপজেলার বেশ কয়েকটি রুটে নৌ-যান চলাচল বন্ধ হয়ে গেছে। কৃষিপণ্য পারাপারে ঘোড়ার গাড়ি ব্যবহার করছেন কৃষকরা। নদীর গতিপথ বদলে গিয়ে যমুনার বুকে নতুন চর জেগে ওঠায় এবং সেই সঙ্গে শুষ্ক মৌসুমের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, টানা কয়েক বছর ধরেই উপজেলা ঘেঁষে বয়ে যাওয়া যমুনা নদীর বিভিন্ন অংশে নাব্যতা সংকট দেখা দিয়েছে। বছরের প্রায় অর্ধেক সময়জুড়ে নাব্যতা সংকট দেখা যাচ্ছে। মূলত দীর্ঘ দিন ধরে যমুনা নদী তার গতিপথ পরিবর্তনের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। যমুনার মূল গতিপথ এখন চালুয়াবাড়ী ও কাজলা ইউনিয়নের পূর্ব সীমানা এবং কর্ণিবাড়ী ও বোহাইল ইউনিয়নের পশ্চিম সীমানা দিয়ে প্রবাহিত হচ্ছে। এ চার ইউনিয়নের পশ্চিমে সারিয়াকান্দি উপজেলা সদর অবস্থিত।
যমুনার ওই অংশে নতুন গতিপথ সৃষ্টি হয়ে অন্য অংশে সৃষ্টি হয়েছে চর। ফলশ্রুতিতে এসব এলাকায় নৌযান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
নাব্যতা সংকটের জন্য উপজেলার সদর ইউনিয়নের আলতাফ আলীর খেয়াঘাট, হাটশেরপুর ইউনিয়নের হাসনাপাড়া ও নিজবলাইল খেয়াঘাট এবং চালুয়াবাড়ী ইউনিয়নের বেশ কয়েকটি নৌ-ঘাট বন্ধ পড়েছে। নৌকার বদলে এসব নৌরুটে কৃষকরা ঘোড়ার গাড়িতে কৃষিপণ্য পরিবহন করছেন। পাশাপাশি কৃষপণ্য নিয়ে পায়ে হেঁটেও নদী পার হচ্ছে মানুষ। এতে ব্যয় ও ভোগান্তি দুটোই বেড়েছে। তাছাড়া নাব্যতা সংকটে পুরো যমুনা নদীজুড়ে অসংখ্য ডুবোচরের সৃষ্টি হয়েছে। এসব চরে চলন্ত নৌকা আটকে যাওয়া এখন নিত্যদিনের ঘটনা।
যমুনা নদীর নাব্যতা সংকটে উপজেলার একমাত্র ব্যস্ততম সারিয়াকান্দি মাদারগঞ্জ নৌরুটও বন্ধ হওয়ার উপক্রম। ওই রুটটি খনন করে খেয়া নৌকায় (ছোট নৌকা) যাত্রী পারাপার সচল রাখা হয়েছে।
উপজেলার কাজলা ইউনিয়নের কুড়িপাড়া চরের আজিজুর রহমান বলেন, ‘যমুনা নদীর নতুন চরে নানা ধরনের ফসল ফলাচ্ছি আমরা। কিন্তু নদী শুকিয়ে যাওয়ায় উৎপাদিত ফসল নৌ-পথে উপজেলা সদরে বিক্রি করা সম্ভব হচ্ছে না। এক ঘাট থেকে অন্য ঘাট পারাপারেও দুর্ভোগের সৃষ্টি হয়েছে।’
আলতাফ আলী নৌঘাটের মাঝি সাইফুল ইসলাম বলেন, ‘যমুনা নদীতে পানি কমে যাওয়ার কারণে গত ১৫ দিন আগে থেকেই নৌঘাট বন্ধ হয়ে গেছে। চার লাখ টাকা দিয়ে ঘাটটি ইজারা নিয়েছিলাম। এখন এ নৌরুটে যাত্রীরা পায়ে হেঁটে চলাচল করছেন এবং ঘোড়ার গাড়ি দিয়ে কৃষিপণ্য পরিবহন করছেন।’
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান বলেন, ‘সারিয়াকান্দিকে নদীবন্দর করার প্রস্তাবনা ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে সারিয়াকান্দি যমুনা নদীতে ড্রেজিং শুরু হবে। নতুন নৌ রুট তৈরি হলে কৃষকের ভোগান্তি দূর হবে। একই সঙ্গে এই এলাকায় ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি গতিশীল হবে।’