আশরাফ আলী, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে তিন নান্দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে বিদায়ী প্রধান শিক্ষক আলহাজ¦ মো. নাজমুল হক খাঁনকে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন সহকারি শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ।
প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারি শিক্ষা অফিসার বিশ^জিৎ কুমার সাহা,উপজেলা শিক্ষা অফিসার মো. আপেল মাহমুদ। এছাড়াও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গুণীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে বিভিন্ন মহল থেকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।