শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় শেরপুরে ২০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরপুর উপজেলার শাহবন্দেগীর আন্দিকুমড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম দিলবর হোসেন৷ তিনি শেরপুর উপজেলার হাঁপুনিয়া মধ্যপাড়া এলাকার মৃত ছলিম উদ্দিনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার এসআই রবিউল ইসলাম।
পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।