Home / দেশের খবর / কোনো দলকে দেশ ইজারা দেয়া হয়নি : ধর্ম উপদেষ্টা

কোনো দলকে দেশ ইজারা দেয়া হয়নি : ধর্ম উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক:

দেশ কোনো দলকে ইজারা দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ঝালকাঠি নেছারাবাদ কামিল মাদ্রাসায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মবিষয়ক উপদেষ্টা বলেন, দেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তারা যেন লুটপাট করে শেষ করে দিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এটা আমাদের সবার দেশ, কারো জমিদারি না। এই দেশ কোনো দলকে ইজারা দেয়া হয়নি। পাঁচ বছর পর পর ভোট হবে। জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দেবে। ছলেবলে কৌশলে ক্ষমতার চেয়ার আটকে ধরে গণতান্ত্রিক সংস্কৃতিকে গলা টিপে হত্যা করা কোনো দেশপ্রেমিকের কাজ হতে পারে না।

 

তিনি বলেন, দেশের উন্নয়নে আসুন আমরা একযোগে কাজ করি। আজকে আমরা ক্ষমতায় আছি, বিগত দিনে আরেক দল ছিল, আগামী দিনে আরেক দল আসবে। রাষ্ট্র স্থিতিশীল, সরকার পরিবর্তনশীল।

উপদেষ্টা আরো বলেন, গত ৫ আগস্টের পর কিছু দুর্বৃত্ত বিভিন্ন জায়গায় লুট, হামলা ও ভাঙচুর করছে। আমরা দায়িত্ব নেয়ার পর ৯২ জনকে গ্রেপ্তার করেছি এবং ৭০টিরও অধিক মামলা হয়েছে। সে মামলার প্রেক্ষিতে সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যের বিকল্প নেই।

জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা শাহ মো. নেছারুল হক, আমিরুল মুসলিহিন খলিলুর রহমান নেছারাবাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. শহিদুল হক।

অনুষ্ঠান পরিচালনা করেন নেছারাবাদ মাদ্রাসার অধ্যক্ষ গাজী শহিদুল ইসলাম।

Check Also

ইজতেমা ময়দানে জারি করা বিধি-নিষেধ প্রত্যাহার

শেরপুর নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা পুলিশের বিধি-নিষেধ প্রত্যাহার করে নেয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × two =

Contact Us