Home / অপরাধ জগত / টেকনাফে ১৯ জন উদ্ধার না হতেই ফের ৭ অপহরণ!

টেকনাফে ১৯ জন উদ্ধার না হতেই ফের ৭ অপহরণ!

শেরপুর নিউজ ডেস্ক:

কক্সবাজার টেকনাফের হ্নীলা জাদিমুড়া এলাকাতে বন বিভাগের কাজ করতে গিয়ে ৩ বন কর্মীসহ অপহৃত ১৯ শ্রমিক উদ্ধার না হতে ফের ৭ জনকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে ১ জন সিএনজি ১ জন অটোরিকশা চালক এবং বাকিরা যাত্রী। তবে অপহৃতদের নাম ঠিকানা জানা যায়নি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ নিয়ে ২ দিনে অপহরণ হয়েছে মোট ২৬ জন।

 

স্থানীয়রা জানান, সকালে হোয়াইক্যং থেকে বাহার ছড়া শামলাপুর বাজারে যাওয়ার পথে পাহাড়ি ঢালে পৌঁছালে পাহাড়ি অপহরণ চক্রের সদস্যরা এসে তাদের নিয়ে যায়।

হ্নীলা সিএনজি কমিটির সাধারণ সম্পাদক রফিক জানান, হোয়াইক্যং থেকে বাহার ছড়া যাওয়ার পথে ৭ জন অপহরণ হয়েছে। তার মধ্যে একজন সিএনজি ও ১ জন অটোরিকশা চালক রয়েছে। তাদের উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

অপহৃত সবাইকে উদ্ধারে বিভিন্ন টিম করে পাহাড়ে অভিযান পরিচালনা করছেন র্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ও হোয়াইক্যং সিপিসি-২’র সদস্যরা, টেকনাফ থানা পুলিশ, বনবিভাগের শতাধিক কর্মী। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলমান রয়েছে।

টেকনাফ মডেল থানা ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ভিকটিমদের উদ্ধারে আমাদের পুলিশে একাধিক টিম পাহাড়সহ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

Check Also

টেকনাফে তিন বনকর্মীসহ ১৯ শ্রমিককে অপহরণ

শেরপুর নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের বনবিভাগের কাজ করতে গিয়ে বনকর্মীসহ ১৯ শ্রমিককে অপহরণ করেছে স্বশস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + six =

Contact Us