শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে রাজনৈতিক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার বিনোদপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তার আসামির নাম আতিকুল ইসলাম ওরফে আতিক। তিনি ওই এলাকার কামরুল ইসলামের ছেলে এবং সুঘাট ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।
পুলিশের এই কর্মকর্তা জানান, ২ নভেম্বর দায়ের করা রাজনৈতিক মামলার আসামি আতিকুল ইসলাম ওরফে আতিককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।