সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস অত্যন্ত ঐতিহ্যবাহী ইতিহাস। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে থেকে ২৪শে আগস্ট বিপ্লব পর্যন্ত ছাত্রদলের গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে। ছাত্রদল যুগে যুগে পরীক্ষিত একটি দল। মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সংগঠন জাতীয়তাবাদ ছাত্রদল। অতীতেও ছাত্রদলের ইতিহাস রয়েছে, সামনেও তেমন কঠিন চ্যালেঞ্জ রয়েছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, যত ষড়যন্ত্রই আসুক ইনশাআল্লাহ ছাত্রদল অতীত ঐতিহ্য নিয়ে সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করে বিএনপিকে সামনে এগিয়ে নিয়ে যাবে এটিই হোক ছাত্রদলের অঙ্গীকার। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র-জনতা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার করা হচ্ছে, কারণ আগামীতে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলেই দেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাবে, ষড়যন্ত্রকারীরা এটা মেনে নিতে পারছে না। এজন্যই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

বাদশা আরো বলেন, ছাত্রদলের এই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, আপনাদের আমরা সহযোগিতা করতে চাই, আমরা সহযোগিতা করে যাচ্ছি। আমরা যৌক্তিক সময়ে এদেশে নির্বাচন চাই। যে নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ তাদের প্রতিনিধি বাছাই করা সুযোগ পাবে, স্বাধীন ও নিরপেক্ষভাবে বাছাই করার সুযোগ পাবে। আমরা সেই নির্বাচন আশা করছি। বাংলাদেশের শকুনের দৃষ্টি পড়েছে এই শকুনরা বাংলাদেশকে ছিড়ে খেতে চায়। আমরা বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ছাত্রদল বেঁচে থাকতে কোন শকুনের দৃষ্টি বাংলাদেশে পড়ে কোন লাভ হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকল নেতৃবৃন্দকে নিয়ে ঐক্যবদ্ধ ও সুশৃংখল থেকেই আগামীতে যে চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জ কে মোকাবেলা করতে হবে।

তিনি বুধবার (১ জানুয়ারি) শহরের আলতাফুনেচ্ছার খেলার মাঠে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠা বাষির্কী র‌্যালি পুর্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্ব ও সাধারন সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক পৌর মেয়র এ্যাড. একেএম মাহবুর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, জেলা ছাত্রদলের সাবেক সাদারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু হাসান, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার।

সকাল থেকে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মুক্তিযোদ্ধোর স্তম্ভ, হাতি, ঘোড়াগাড়ি, পালকি, বর ও বৌ সেজে মিছিল নিয়ে আলতাফুনেচ্ছার খেলার মাঠে আসেন। র‌্যালি শুরুতে বেলুন ফেন্টুন কেক কর্তন ও পায়রা উড়ানো হয়। এর আগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে দিনব্যাপি শহরের সাতমাথায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Check Also

১৫ জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান সিপিবির

শেরপুর নিউজ ডেস্ক: আগামী ১৫ জানুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =

Contact Us