নন্দীগ্রাম( বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার নন্দীগ্রামে দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ছে কৃষকের খড়ের পালা। এতে গোখাদ্যর সংকটে পড়েছে ওই ভুক্তভোগী কৃষকরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের বিজয়ঘট গ্রামের আব্দুল কুদ্দুসের ১৭ বিঘা জমির খড়ের পালায় আগুন দেয় দূর্বৃত্তরা। আগুনে তার সব খড় পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
গত ১৫ দিনে বিজয়ঘট গ্রামের আক্কাছ আলী, আব্দুল আজিজ, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, ফেরদৌস আলী ও এনামুল হকের ৯টি পালায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এছাড়া গত শুক্রবার বুড়ইল ইউনিয়নের সোনারপাড়া গ্রামের আব্দুল সালামের ১২ বিঘা জমি খড়ের পালায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এর কয়েকদিন আগে ওই ইউনিয়নের বীরপলি গ্রামের যুবদল নেতা আব্দুর রাজ্জাকের ৩টি খড়ের পালায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা। প্রতিনিয়ত নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে এ ধরনের অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে।
উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, যে ভাবে খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটছে এতে উপজেলার কৃষকরা শঙ্কিত হয়ে পরেছে। কম-বেশি সব কৃষক গরু লালন পালন করে। এই ভাবে যদি খড়ের পালায় আগুন দেওয়া হয়। তাহলে এই গরুগুলোকে কি খাওয়াবে এমন চিন্তায় আছে তার।
এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, আমারা গত রাতেই বিজয়ঘট গ্রামের ঘটনাস্থলে গিয়েছিলাম। খড়ের পালায় আগুনের বিষয়টি আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা কহির উদ্দিন বলেন, গত ৩ সপ্তাহে নন্দীগ্রামে অনেকগুলো খড়ের পালায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আমাদের টিম সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।