শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর ১০৬তম জন্মজয়ন্তীতে আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান ‘স্মৃতিতে অম্লান’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে চারটায় পুরাতন শিল্পকলা একাডেমীতে এ অনুষ্ঠানের আয়োজন করে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। অনুষ্ঠানে নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর জীবনী পাঠ করেন সংগঠনের সদস্য অদিতি সিনহা। পরে আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান “স্মৃতিতে অম্লান” অনুষ্ঠিত হয়। মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় ‘স্মৃতিতে অম্লান’ অনুষ্ঠানে দলীয় ও একক নৃত্য পরিবেশন করেন আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজন এর নৃত্য শিল্পী বৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার পরিচালক কৃষ্ণ কুমার শীল, তসলিম উদ্দিন তরফদার ডিগ্রী কলেজ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নিহার রঞ্জন দেবনাথ, সংগঠনের সদস্য সুমনা ইয়াসমিন সোমা প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তাসনিম ত্রয়ী এবং মাহাবুব হাসান সোহাগ।