শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে বিদ্যুতের দুটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের বাগড়া চকপোতা ও হঠাৎপাড়া এলাকায় এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া ট্রান্সফরমারের আওতাভুক্ত মিল মালিক বিশা জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৩ টার দিকে কুসুম্বি ইউনিয়নের বাগড়া চকপোতা আদর্শ অটোরাইচ মিলে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়।
এর প্রায় এক ঘণ্টা পর আশেপাশে বিদ্যুৎ এলেও মিলে বিদ্যুৎ না থাকায় খোঁজ নিয়ে জানা যায় বৈদ্যুতিক খুঁটির সাথে ট্রান্সফরমার নেই। পরে আশেপাশের সিসিটিভির ফুটেজে দেখা যায় দুর্বৃত্তরা ট্রাক লাগিয়ে রাত ৩টা ২৬ মিনিটে ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। শাহ-বন্দেগী ইউনিয়নের হঠাৎপাড়ার মুনিরা অটোরাইচ মিল মালিক সোলায়মান আলী বলেন, একই রাতে আমাদের মিলের লাইনের ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।