শেরপুর নিউজ ডেস্ক: হালনাগাদ শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ ৮৩ হাজার ৫১২ জন। এছাড়া এবার ভোটার বেড়েছে ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। শতকরার হিসাবে যা প্রায় এক দশমিক পাঁচ ভাগ।
এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ১০৩ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার ৪১৫ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯৯৪ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে ১৭ জানুয়ারি পর্যন্ত থাকবে ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ দিন। আর এ বিষয়ে শুনানি নিষ্পত্তির শেষ দিন আগামী ৩০ জানুয়ারি।
খসড়া ভোটার তালিকা প্রকাশের পর প্রেস ব্রিফিং এ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার সানাউল্লাহ বলেন, এবারই প্রথম দেশের বাইরে এশিয়ার পাঁচটি দেশে এবং ইউরোপের দুটি দেশে মোট সাতটি দেশে প্রবাসী ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব দেশে ১৩ হাজার ১৫১ জনের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ৩৭ হাজার ৮৫০ জন আবেদন করেছেন।
এছাড়া আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা অন্তর্ভুক্ত কাজ শুরু হবে। যারা এখন পর্যন্ত ভোটার হতে পারেননি তাদের অনলাইনে যত দ্রুত সম্ভব আবেদন জমা দেয়ার অনুরোধ করেন নির্বাচন কমিশনার। এসব কাজে সহযোগিতার জন্য স্থানীয় ও সকলের সহযোগিতা কামনা করেন তিনি।