সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে পঞ্চম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ শুরু

শেরপুরে পঞ্চম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ শুরু

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে পঞ্চম উপজেলা কাপ ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ শুরু হয়েছে। ‘স্কাউটিং করবো, স্বনির্ভর বাংলাদেশ গড়বো-এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (০২জানুয়ারি) বিকেলে শহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ প্রাঙণে ওই সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম। এটি চলবে আগামি ০৫জানুয়ারি সকাল আটটা পর্যন্ত। সমাবেশে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত পনেরটি স্কাউট ও পঞ্চাশটি কাপ কাপ দল ক্যাম্পুরীতে অংশগ্রহন করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজোয়ানা হোসেন, উপজেলা স্কাউট কমিশনার কেএম মাহবুবার রহমান হারেজ, সম্পাদক এটিএম মোর্শেদুল হাসান, শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম, শিক্ষক শাহনাজ পারভীন, সেলিনা সুলতানা লিখন, তাপস বসাক, ফিজার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এরআগে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এই কাপ ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়। এতে অংশ নেওয়া ফারহান হোসেন বলেন, স্কাউট সমাবেশ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবো। পাশাপাশি আমার দলকে প্রথম করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো। এজন্য চারদিন ব্যাপি এই সমাবেশে সব ধরণের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছেন বলে জানান তিনি।

স্কাউট সমাবেশে প্রধান অতিথি জেলার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, গোটা পৃথিবীজুড়েই স্কাউটিংয়ের কার্যক্রম রয়েছে। যা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। সেবার ব্রত নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সব সময় ছুটে চলেন তাঁরা। তাই এই সমাবেশ থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করবেন বলে মন্তব্য করেন তিনি।

Check Also

বগুড়ায় বুলবুল চৌধুরীর জন্মজয়ন্তীতে আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান ‘স্মৃতিতে অম্লান’ অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় নৃত্যাচার্য বুলবুল চৌধুরীর ১০৬তম জন্মজয়ন্তীতে আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠান ‘স্মৃতিতে অম্লান’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =

Contact Us