Home / পড়াশোনা / রাবি ক্যাম্পাসে বিনা অনুমতিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

রাবি ক্যাম্পাসে বিনা অনুমতিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

শেরপুর নিউজ ডেস্ক:

পোষ্য কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে রাবির ও বহিরাগত শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এদিকে, বহিরাগত শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন করা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। এর মধ্যেই রাবি ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হলো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, পোষ্য কোটা বাতিল সহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রশাসন ভবনে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন রাবি ও বাইরের অর্ধ-শতাধিক শিক্ষার্থী। বিকালের দিকে এ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির সমন্বয়কদের মধ্যে শুধু একজনের অংশগ্রহণ এবং বহিরাগতদের অংশগ্রহণ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যার দিকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করলো রাবি প্রশাসন।

Check Also

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আবদুল মান্নান

শেরপুর নিউজ ডেস্ক: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eight =

Contact Us