শেরপুর নিউজ ডেস্ক:
রাজধানীর মহাখালী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআর,বি)। হাসপাতালের নীচতলার এফ-ব্লকে বিছানায় কথা হয় তাদের সঙ্গে। জানা যায়, কুমিল্লার বড়ুয়া এলাকার আদ্রা গ্রাম থেকে এসেছেন তারা। আরিফ ইসলাম বলেন, মেয়ের অল্প জ্বর, বমি আর পাতলা পায়খানা ছিল গত তিনদিন ধরে, তাই ডাক্তার দেখাতেই ঢাকায় আসা। বৃহস্পতিবার ডাক্তারের চেম্বারেই নুসাইবার অনেক বেশি পাতলা পায়খানা শুরু হয় এবং বাচ্চা দুর্বল হয়ে পড়ে, তখন দ্রুত মেয়েকে নিয়ে বিকেলে আইসিডিডিআর,বিতে আসি। চিকিত্সক মেয়েকে দেখে হাসপাতালে ভর্তি করিয়ে নেন।
১৪ মাস বয়সি শিশু ইবাদতকে নিয়ে মা শ্যামলী বেগম এসেছেন ওই হাসপাতালে। বি-ব্লকে কথা হয় তার সঙ্গে। মাদারীপুরের শিবচর থেকে এসেছন তারা। বললেন, ‘আমাদের এলাকায় ডাক্তার দেখিয়েছি, বাচ্চার হাতে স্যালাইন দিতে রগ খুঁজে পায় না, আমার বাচ্চার চারদিনে অবস্থা খারাপ হয়ে গেছিল, তাই ঢাকায় নিয়ে আসছি।’
শীতকালীন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ইবাদত, নুসাইবার মতো অসংখ্য শিশু প্রতিদিন আসছে হাসপাতালে। রাজধানীর মহাখালীর আইসিডিডিআর,বি হাসপাতালেই গড়ে প্রতিদিন সাড়ে ৮০০ শিশু চিকিত্সা নিচ্ছে। যাদের ৮০ শতাংশ দুই বছরের কম বয়সি শিশু। প্রতিবছর শীতের সময়েটাতে এই রোগের প্রকোপ বেড়ে যায়। তবে এ বছর কিছুটা বেশি বলে জানান চিকিত্করা। তবে সাধারণ ডায়রিয়ায় এখন আর শিশুর মৃত্যু হয় না। সচেতন থাকতে হবে, তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানান তারা।
আইসিডিডিআর,বির ঢাকা হাসপাতালের এসএসইউ ওয়ার্ডের ক্লিনিক্যাল লিড ডা. শোয়েব বিন ইসলাম বলেন, প্রতিবছর শীতের শুরুতে আমাদের এখানে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। যদিও বিগত দুই বছরের তুলনায় এবছর কিছুটা বেশি। অন্যান্য বছরের তুলনায় এবার ২০ থেকে ২৫ ভাগ বেশি রোগী দেখা যাচ্ছে। ঢাকা সিটি করপোরেশনের প্রায় সব এলাকা থেকেই শিশুরা ডায়রিয়া নিয়ে আসছে এই হাসপাতালে। ঢাকার আশপাশ এলাকা থেকেও রোগী আসছে। যেহেতু শীতের সময় এটা হয়। আমরা মাইক্রবাইলোজিক্যাল অ্যাসেস করি, আসলে কোন ভাইরাস দিয়ে এটা হচ্ছে। দেখো যাচ্ছে—রোটা ভাইরাস দিয়ে এই ডায়রিয়াটা হচ্ছে।
ডায়রিয়া অনেক কারণে হয় তারমধ্যে রোটা ভাইরাস একটা কারণ। এই ডায়রিয়ার লক্ষণ হচ্ছে— শিশুর অল্প জ্বর থাকে, আবার অনেক সময় জ্বর থাকেও না, পানির মতো পাতলা পায়খানা হয়। কোন ক্ষেত্রে সাদা পায়খানা হয়, কোনটা আবার হলুদ রঙের পায়খানা হয়। এই ডায়রিয়াতে রক্ত যায় না, শুরুতে জ্বর থাকলেও তা চলে যায়। এই ডায়রিয়া ভালো হতে ৫ থেকে ৭ দিন সময় লাগে। ভাইরাল এই ডায়রিয়ায় আমরা এন্টিবায়টিক ব্যবহার করি না বলে জানান এই বিশেষজ্ঞ।
ডায়রিয়া হলে মায়েদের করণীয়: ডায়রিয়া হলে মায়েদের আতঙ্কিত না হওয়ার কথা বলেন ডা. শোয়েব। তিনি বলেন, শীতকালে বাচ্চাদের ডায়রিয়া হয়ে থাকে। এই সময়ে সচেতন থাকতে হবে এবং কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথম হলো— পাতলা পায়খানা হলে প্রতিবার পাতলা পায়খানার পরে আপনার বাচ্চার ওজন যত কেজি, তত চামচ স্যালাইন পানি খাওয়ান। ৫ এমএল এর চামচে মেপে স্যালাইন খাওয়াতে হবে। ডায়রিয়া চলাকালে শিশুকে ধীরে ধীরে স্যালাইন খাওয়াতে হবে; তাহলে শিশু বমি করবে না। এছাড়া আমরা জিঙ্ক ট্যাবলেট খাওয়াতে বলি। আর এসময় শিশু স্বাভাবিক খাবারই খাবে। মায়ের বুকের দুধ কোনভাবেই বন্ধ করা যাবে না। এভাবে ৫-৭ দিনে শিশু সুস্থ হয়ে ওঠে, তবে অল্প কিছু শিশুর ক্ষেত্রে ৮ থেকে ১০ দিন সময় লাগে সুস্থ হতে। স্যালাইন গুলানোর ১২ ঘন্টা পরে তা আর খাওয়া যাবে না।
কখন চিকিত্সকের শরণাপন্ন হতে হবে: যদি দেখা যায় বাচ্চা দুর্বল হয়ে নেতিয়ে পড়েছে। বাচ্চা খেতে পারছে না, কিংবা শিশুর পানিশূন্যতা দেখা দিচ্ছে, বাচ্চার তীব্র জ্বর, পায়খানায় রক্ত আসছে বা বাচ্চার খিচুনি আসছে—তখন শিশুকে দ্রুত চিকিত্সকের কাছে নিতে হবে।
স্যালাইন বানাতে হবে সঠিকভাবে: স্যালাইন একটা ঔষধ, এটা কোন সাধারণ খাবার না। অল্প পানিতে, অল্প স্যালাইন গুলিয়ে অথবা ভালোভাবে না গুলিয়ে স্যালাইন খাওয়া যাবে না। ডা. শোয়েব বলেন, স্যালাইন বানাতে হবে সঠিকভাবে। স্যালাইন ও পানির অনুপাত ঠিক না হলে শিশুদের শরীরে লবণের পরিমাণ বেড়ে যায়। এসময় বাচ্চাদের আরো পানির পিপাসা বেড়ে যায়। সে আরো পানি খেতে চায় এবং ওই স্যালাইন পানি খাওয়ার ফলে শরীরে আরো লবণ বেড়ে যায়। একটা সময় বাচ্চার খিচুনি হয়। এ ধরনের সমস্যায় আমরা অনেক সময় বাচ্চাকে বাঁচাতে পারি না।