শেরপুর নিউজ ডেস্ক: যৌন সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে বিপুল পরিমাণ ঘুষ দেওয়ার অভিযোগের মামলায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা হওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত বলে জানিয়েছেন একজন বিচারক। হুয়ান মারচ্যান নামে এক বিচারক শুক্রবার জানিয়েছেন, এ মামলায় ১০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সাজা হওয়ার বিষয়টি এখন নিশ্চিত। তবে তাঁকে কারাদণ্ড বা অন্য সাজা দেওয়ার সম্ভাবনা নেই।
ফৌজদারি এ মামলায় ডোনাল্ড ট্রাম্পের বিচার চলছে নিউইয়র্কের ম্যানহাটান আদালতে। এদিকে ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কথা ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার ১০ দিন আগে ট্রাম্পকে আদালতে হাজির হতে হবে যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন।
ওই বিচারক আদেশে বলেছেন, ‘১০ জানুয়ারি দণ্ডাদেশ ঘোষণার সময় ডোনাল্ড ট্রাম্পকে আদালতে সশরীর বা ভার্চ্যুয়ালি উপস্থিত হতে হবে। ট্রাম্পকে কারাদণ্ড দেওয়ার ইচ্ছা নেই। তবে তাঁকে ‘শর্তহীন মুক্তির’ দণ্ডাদেশ (স্থগিত দণ্ডাদেশ) দেওয়া হবে; যার অর্থ তাঁকে কোনো হেফাজতে থাকার, আর্থিক জরিমানা দেওয়ার কিংবা প্রবেশনের প্রয়োজন হবে না। এটাই হবে সবচেয়ে কার্যকর সমাধান।’
এ মামলার ব্যাপারে এরই মধ্যে একটি বিবৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর মুখপাত্র স্টিভেন চেউং বলেছেন, ‘বেআইনি এ মামলা কখনও বিবেচনা করারই উপযুক্ত নয়। মামলাটি অবিলম্বে খারিজ করে দেওয়া সাংবিধানিক দাবি’
এর আগে গত বছরের ৬ মে বহুল আলোচিত ফৌজদারি মামলাটির শুনানিকালে বিচারক হুয়ান মারচান বলেছিলেন, সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় ডোনাল্ড ট্রাম্পকে এবার কারাদণ্ড দেয়ার বিষয়টি বিবেচনা করছেন তিনি। মামলার সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় এরই মধ্যে ট্রাম্পকে ৯ বারে ৯ হাজার ডলার জরিমানা করেছেন নিউইয়র্কের একটি আদালত। বিচারক মারচান বলেন, শুনানিকালে ট্রাম্প আরও একবার অর্থাৎ দশমবারের মতো একই নিষেধাজ্ঞা অমান্য করেছেন। এবার আর জরিমানা নয়, কারাদাণ্ডের কথা বিবেচনা করা হচ্ছে।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া হয়। কিন্তু সেই তথ্য নির্বাচন কমিশনের কাছে লুকিয়ে ছিলেন ট্রাম্প। ওই সময় নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন ট্রাম্প। গত ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মে মাসে ট্রাম্পের বিরুদ্ধে বিচার শুরু হয়। সেই থেকে প্রায় প্রতি সপ্তাহেই শুনানি চলছে।