শেরপুর নিউজ ডেস্ক: ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোরের শহরতলীর পুলেরহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১০ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মইনুল ইসলাম (৩২), ওসমান গণী (১৮), জিয়ান (২১), মারজান (১৮), ইব্রাহীম (৪০), মাসুদ (২৬), সাইদুল (২৮), লাবলী (৩০) ও আফিফা (১৪)।
জানা যায়, আদ্-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে মুসল্লিদের ঢল নামে। বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজহারীর আসার খবরে মাহফিল প্রাঙ্গণে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। শুক্রবার সকাল থেকেই শীত উপেক্ষা করে মানুষ জমায়েত হয়। বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক, মহাসড়কে মানুষের ঢল নামে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তারা সকালেই পুলেরহাটে মাহফিলে এসেছিলেন। মেইন গেটে তালা মারা থাকায় তারা সেখানে অপেক্ষা করছিলেন। হঠাৎ সেখানে ঠেলাঠেলি শুরু হয়। একপর্যায়ে পেছনে অবস্থানকারীরা সামনে আসতে চেষ্টা করলে হট্টগোল শুরু হয়। এসময় পেছন থেকে ধাক্কায় সামনে দাঁড়িয়ে থাকারা নিচে পড়ে গলে পদদলিত হন। এসময় কমপেক্ষ ৩০ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।