শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় শনিবার (৪ জানুয়ারি) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কোন ক্ষয় ক্ষতি না হলেও সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
বগুড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার (৪ জানুয়ারি) রাত সোয়া ৮ টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অফিসের নিচতলায় পরিত্যক্ত অবস্থায় থাকা কাটুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
তবে কিভাবে আগুন লাগলো তা স্পষ্ট নয়। পরিত্যাক্ত কিছু মালামাল পুড়ে যাওয়া ছাড়া কোন ক্ষতি হয়নি। সম্প্রতি সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।