শেরপুর নিউজ ডেস্ক: সাম্য, ন্যায়বিচার, অহিংস, মানবতা, চিরউন্নত, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে ‘দেশ জনতা পার্টি’ নামে এক নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।
শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ইডিবি ট্রেড সেন্টারের ১১তলায় আয়োজিত এক অনুষ্ঠানে দলটির ১০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা করেন দলের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট ইকবাল কবির। নতুন এ দলের চেয়ারম্যান মো. নূর হাকিম ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী নান্টু। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের সামনে নূর হাকিম তার দলের ঘোষণাপত্র পাঠ করেন।
অনুষ্ঠানে দলের পক্ষ থেকে বলা হয়- তারা এমন এক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, যে বাংলাদেশ হবে বেকারত্ব ও দরিদ্রতামুক্ত, কার্বণ নিঃসরণ শূন্য, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ। দলটি বৈষম্য ও শোষণমুক্ত, অহিংস, অসাম্প্রদায়িক নিরাপদ ও বাসযোগ্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চায়।