সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / নন্দীগ্রামে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

নন্দীগ্রামে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

 

 

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার নন্দীগ্রামে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রওশন আরা (৫৬) উপজেলার রুস্তমপুর উমাপতি উপুরদীঘি এলাকার আলেফ মিয়ার স্ত্রী। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে নিজ বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়। তার মাথা, মুখমন্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত শুক্রবার রাতের যেকোন সময় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।+

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাটি ভিন্নখাতে নিতে খুনিরা ধারালো অস্ত্রের আঘাতে লাশের মুখমন্ডল বিকৃত করেছে। দুর্বৃত্তরা চুরি করতে এসে হত্যাকান্ড ঘটিয়েছে, এমন সন্দেহ হলেও সেখানে কোন কিছু চুরি হয়নি। নিহত নারী বৃদ্ধ হওয়ায় পরকীয়া ঘটনারও তথ্য মেলেনি। কারো সাথে পূর্ববিরোধ আছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।

থানার উপ-পরিদর্শক নাজমুল হক জানান, নিহতের স্বামী দুই বছর আগে মালয়েশিয়া যান। দুই সন্তানের মধ্যে ছেলে থাকে ঢাকায়, আর মেয়ের বিয়ের পর বাড়িতে একাই বসবাস করতেন রওশন আরা। বাড়িতে গরু ও গোয়াল ঘর দেখভালের জন্য একজন নারী গৃহকর্মী আছেন। তিনি সকালে এসে কাজ করে সন্ধ্যায় নিজ বাড়িতে চলে যান।

গৃহকর্মী শনিবার (৪ জানুয়ারি) সকালে প্রবাসীর বাড়িতে গিয়ে দরজা খুলে ঘরের সামনে বারান্দায় রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখে চিৎকার দিলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তিনি আরও জানান, ওই বাড়িতে চুরির ঘটনা ঘটেনি।

গরুসহ সকল মালামাল ঠিকঠাক রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের মূল রহস্য উন্মোচনে সবদিক নজরে রেখে ছায়া তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Check Also

শেরপুরে বিস্ফোরক মামলায় ওয়ার্ড যুবলীগ নেতা গ্রেপ্তার

    শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় এসএম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =

Contact Us