শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছেলের দায়ের করা মামলায় বাবা ও খালুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানার মামলা সূত্রে জানা যায়, উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের গুজিয়া নয়আনা মাঝপাড়া গ্রামের কৃষক আনছার আলীর ছেলে ছানা মিয়া ও রানা মিয়ার মধ্যে জমিজমা নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষই গুরুতর আহত হন।
এ ঘটনায় ছেলে ছানা মিয়া বাবা আনছার আলী (৬৫) ও তার খালু দেউলী ইউনিয়নের তালিবপুর গ্রামের রেজাউল ইসলামের (৫৫) বিরুদ্ধে থানায় মামলা করলে পুলিশ গত শুক্রবার তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা আল মামুন বলেন, এ ঘটনায় রানা মিয়া বাদি হয়ে থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে তার বাবা ও খালুকে গ্রেপ্তার করা হয়েছে।