সর্বশেষ সংবাদ
Home / স্বাস্থ্য / শীতে ডিম খাওয়ার পর যে ৬ খাবার খাবেন না

শীতে ডিম খাওয়ার পর যে ৬ খাবার খাবেন না

শেরপুর নিউজ ডেস্ক :
শীতে শরীর উষ্ণ রাখতে পুষ্টিবিদরা ডিম খাওয়ার পরামর্শ দেন। এটি আদর্শ খাবার। পুষ্টিতেও ভরপুর। তাই এ খাবারকে বলা হয় ‘গরিবের প্রোটিন’। উপকারী এ ডিম খাওয়ার পর কিছু খাবার খেলে বিপদ হতে পারে। তাই ডিম খাওয়ার সঙ্গে সঙ্গে সেসব খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।

চিনি
ডিম খাওয়ার পরেই চিনি না খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। চিনি জাতীয় কোনো খাবার যেমন কেক, মিষ্টি ইত্যাদিও খাওয়া যাবে না। কেননা ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে। তাতে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে।

বেকন
সকালের নাশতায় অনেকেই বেকন ও ডিম একসঙ্গে খান। বেকন ও ডিম দুটি খাবারে থাকে প্রচুর পরিমাণ প্রোটিন ও ফ্যাট। বেকন ও ডিম একসঙ্গে খেলে সঙ্গে সঙ্গেই এনার্জি পাওয়া যায়, কিন্তু একটু পরেই আর থাকে না। এতে শরীর ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ে।

কোমল পানীয়
কোমল পানীয়ে প্রচুর পরিমাণ চিনি দ্রবীভূত থাকে। সে কারণেই ডিম খাওয়ার পরে এই পানীয় মোটেই খাওয়া উচিত নয়।

খরগোশের মাংস
মাংসের বিভিন্ন পদের সঙ্গে ডিম খাওয়ার চল রয়েছে। কেউ কেউ মাংস রান্নায়ও ডিম ব্যবহার করেন। কিন্তু খরগোশের মাংস আর ডিম একসঙ্গে খাওয়া ঠিক নয়। খেলে হতে পারে ডায়েরিয়াসহ পেটের অসুখ।

চা
ডিম সেদ্ধ বা ডিম পোচের পরে চা-কফি খেলে ক্ষতি নেই। কিন্তু ওমলেট খাওয়ার পরে চা-কফি মোটেই খাওয়া উচিত নয়। এতে হজমের সমস্যা ও অম্বল হতে পারে। কারো কারো কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দেখা দিতে পারে।

সয়া মিল্ক
সয়া মিল্ক স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তবে ডিম খাওয়ার পর এই দুধ খাওয়া উচিত নয়। কারণ সয়া মিল্ক ডিমের পুষ্টিগুণ নষ্ট করে দেয়। এছাড়া চিজ, দুধ, দুগ্ধজাত দ্রব্য, বিভিন্ন শস্যদানা না খাওয়া ভালো।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Check Also

৭০ শতাংশ গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করা হয় অপ্রয়োজনে

শেরপুর নিউজ ডেস্ক: দেশে গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রির হার অস্বাভাবিক। চলতি বছরের প্রথম ৯ মাসে ওমিপ্রাজল, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =

Contact Us