Home / বগুড়ার খবর / ধুনট / ধুনটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

ধুনটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। রবিবার(৫ জানুয়ারি) সকাল ১১টায় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।

তবে প্রতিবছর ১লা জানুয়ারি একযোগে সকল বিদ্যালয়ে সব বিষয়ের বই বিতরণ করা হলেও চলতি বছর শুরুর ৫ দিন পর শুধুমাত্র ৬ষ্ঠ ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ৫টি বিষয়ের বই বিতরণ করা হয়েছে। তন্মধ্যে ৬ষ্ঠ শ্রেণীতে বাংলা, ইংরেজী ও গণিত এবং অষ্টম শ্রেণীতে বাংলা ও ইংরেজী বই বিতরণ করা হয়।

বই বিতরণকালে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, সহকারী শিক্ষক আল-আমিন, আব্দুল মজিদ, জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

Check Also

ধুনটে সরকারি জলমহাল সাব লিজ দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে রুদ্রবাড়িয়া গ্রামে প্রকৃত মৎস্যজীবিদের বাদ দিয়ে সরকারি জলমহাল আওয়ামীলীগের নেতাকর্মীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 13 =

Contact Us