শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় এসএম মাহবুব সোবহান বিদ্যুৎ (৩৭) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। তিনি চককল্যানী পূর্বপাড়ার মৃত আব্দুস সোবহানের ছেলে ও সুঘাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।
শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সুঘাট ইউনিয়নের বেলগাছি টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।