সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনিরের বিয়ের ছবি ভাইরাল

পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনিরের বিয়ের ছবি ভাইরাল

শেরপুর নিউজ ডেস্ক:

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নীলম মুনির বিয়ে করেছেন। তার বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) নীলমের বিয়ের সাজে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছেন আলোকচিত্রী আবদুল সামাদ। দুবাইয়ে বুর্জ খলিফাকে পেছনে রেখে ছবি তুলেছেন সামাদ।

এক দিনের ব্যবধানে সামাদের ইনস্টাগ্রাম পোস্টে প্রায় চার লাখ রিঅ্যাক্ট এসেছে। পাঁচ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে। অনেকেই নীলমকে অভিনন্দন জানিয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের খবরে বলা হয়েছে, দুই পরিবারের সদস্যদের আয়োজনে ঘরোয়া আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন নীলম মুনির।

নীলমের স্বামীর নাম মোহাম্মদ রশিদ, তিনি দুবাই পুলিশের সিআইডি বিভাগে কর্মরত। বিয়ের ছবিতে ঐতিহ্যবাহী আরব পোশাকে দেখা গেছে রশিদকে।

এর আগে নীলমের গায়েহলুদের ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আবদুল সামাদ। গায়েহলুদের ছবিতে প্রায় এক লাখেরও মতো লাইক পড়েছে।

চলচ্চিত্র ও টিভি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন নীলম মুনির। দেড় যুগের ক্যারিয়ারে ‘দিল মম কা দিয়া’, ‘ছুপান ছুপাই’-এর মতো আলোচিত ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেছেন তিনি।

Check Also

দল মনোনয়ন দিলে নির্বাচনে অংশগ্রহণ করব: কনকচাঁপা

শেরপুর নিউজ ডেস্ক: কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা আবারও রাজনীতিতে সরব হয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + four =

Contact Us