সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / ষড়যন্ত্র হচ্ছে বিএনপি যেতে কোন ভাবে ক্ষমতায় না আসতে পারে : আব্দুস সালাম

ষড়যন্ত্র হচ্ছে বিএনপি যেতে কোন ভাবে ক্ষমতায় না আসতে পারে : আব্দুস সালাম

শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ষড়যন্ত্র আমরা এর আগেও দেখেছি, নতুন করে ষড়যন্ত্র হচ্ছে বিএনপি যেতে কোন ভাবে ক্ষমতায় না আসতে পারে। শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি। এখন দেশে অন্তর্বতীকালীন সরকার আছে, যাদের মূল দায়িত্ব হচ্ছে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু আমরা দেখছি নির্বাচন যত দীর্ঘায়িত করা যায়, যত দেরি করা যায়। কারণ অনেকে ভয় পায় নির্বাচন তাড়াতাড়ি দিলেই হয়তো বিএনপি ক্ষমতায় চলে আসবে।

সোমবার (৬ জানুয়ারী) তিনি টিএমএসএস অডিটোরিয়ামে বগুড়া জেলা বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা’র সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক আমিরুল ইসলাম খান আলীম, এএইচ এম ওবায়দুর রহমান চন্দন।

আব্দুস সালাম বলেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই ১৭ বছর ধরে আমরা আন্দোলন করছি, বিএনপিকে জনগগের আছে থেকে কেউ হটাতে পারেনি, তাই নির্বাচন যখনই আসবে ইনশাআল্লাহ্ বিএনপি রাষ্টক্ষমতায় আসবে। ষড়যন্ত্র করে লাভ নাই, ষড়যন্ত্র করে আর কি করবেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মেরে পেলার চেষ্টা করছে, সুস্থ আমাদের নেত্রী হাসতে হাসতে জেলখানায় গেল, সেখান থেকে যখন বের হয়ে হাসপাতালে আসলেন তখন তিনি অসুস্থ। এখনো সুস্থ হতে পারছেন না। আমাদের নেতা তারেক রহমানকে গ্রেফতারের পরে তাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র হয়েছিল। তার মেরুদন্ড ভেঙে দেয়া হয়েছে। আমাদের বিএনপির এমন কোন নেতাকর্মী নেই, যার বিরুদ্ধে মামলা দেয়নি আওয়ামীলীগ সরকার। অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করেছে, পঙ্গু করেছে, এখনো অনেক নেতাকর্মীকে গুম করে রাখা হয়েছে, তাদের হদিস আমরা পাইনি। এত অত্যাচার করার পরেও বিএনপিকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই। আর এখন যারা বিএনপিতে আছে তারা তো পরীক্ষিত, আগুনে পোড়া। জেল-জুলুম গুলি, অত্যাচার নিপীড়ন, নির্যাতন সবকিছু পার হয়ে আমরা এখানে আসছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করে না, বিএনপি দেশ ও স্বাধীনতার জন্য লড়াই করে। আওয়ামীলীগ যত দিন থাকবে আধিপত্যবাদী শক্তির পক্ষে তারা সব সময় কাজ করে যাবে। তাই তার বিপরীতে একটা রাজনৈতিক দল দরকার, সেই দলই হচ্ছে বিএনপি।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশার এবং জাহিদুল ইসলাম হেলালের পরিচালনায় কর্মী সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য একেএম মাহবুবুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, এ্যাড.আব্দুল বাছেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম মামুন, শেখ তাহা উদ্দিন নাহিন, এনামুল হক নতুন, এনামুল হক শাহিন, মনিরুজ্জামান মনি।

কর্মী সভায় জেলা বিএনপির ২৪টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়ায় আলোচিত তুফান সরকার গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় আলোচিত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − thirteen =

Contact Us