শেরপুর নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী। লাস্যময়ী এ অভিনেত্রীর অভিনয়, রুপে-গুণে মুগ্ধ ছিলেন সবাই। অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি বিদেশের মাটিতে খুব রহস্যজনকভাবে মৃত্যু হয় অভিনেত্রীর। যে রহস্য আজও উদঘাটন হয়নি। কিন্তু এবার শ্রীদেবীর মৃত্যুর ঘিরে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য।
মারা যাওয়ার ছয় বছর পেরিয়ে গেলেও সেই রাতে দুবাইয়ের ওই হোটেলে শ্রীদেবীর সঙ্গে ঠিক কী ঘটেছিল? এখনো সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান প্রয়াত এ অভিনেত্রীর ভক্তরা।
জানা গেছে, পারিবারিক বিয়েতে যোগ দিতে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী। দুবাইয়ে বিয়ের মূল অনু্ষ্ঠানের পর মুম্বাইয়ে ফিরে এসেছিলেন বনি কাপুর। কিন্তু স্ত্রীকে চমকে দেওয়ার জন্য ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি আবারো দুবাইতে অভিনেত্রীর হোটেলে যান বনি। স্বামীকে হঠাৎ দেখে খুশি হন। বেশ কিছুক্ষণ আড্ডাও মারেন দুজনে। এরপর ডিনার বাইরে করার প্ল্যান করেন তারা।
বাইরে যাবার আগে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যান শ্রীদেবী। কিন্তু বেশ কিছু সময় কেটে যাওয়ার পরও তিনি বাথরুম থেকে বের না হওয়ায় দরজায় ধাক্কা দেন বনি। তারপর পানি উপচে বাইরে চলে আসায় দরজা ভেঙে ভিতরে ঢোকেন তিনি। শ্রীদেবীকে ওই অবস্থায় দেখে চমকে যান বনি।
প্রথমে একাই তাকে বের করে আনার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে ঘনিষ্ঠ এক বন্ধুকে ফোন করেন। শ্রীদেবীর মৃত্যুর পর তৎপর হয়ে ওঠে দুবাই পুলিশ। শুরু হয় মামলার তদন্ত কিন্তু আজও তার মিমাংসা হয়নি। সম্প্রতি ওঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে ২০০ কোটি টাকা পেয়েছিলেন প্রয়াত অভিনেত্রীর পরিবার। তাই হয়ত আগে থেকেই পরিকল্পিত ছিল তার মৃত্যু। যদিও এই তথ্যের প্রমাণ মেলেনি আজও।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি রাতে মরদেহ পাওয়া যায় শ্রীদেবীর। দুবাইয়ের যে হোটেলে অভিনেত্রীর থাকতেন সেই রুমের বাথটাবে রহস্যজনকভাবে মৃত্যু হয় এ নায়িকার