Home / বিনোদন / যাদের হাতে উঠল গোল্ডেন গ্লোব পুরস্কার

যাদের হাতে উঠল গোল্ডেন গ্লোব পুরস্কার

শেরপুর নিউজ ডেস্ক: অস্কারের পর বিনোদন জগতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার ধরা হয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসকে। আজ সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে এবারের আসরের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এবার সেরা সিনেমাসহ (মিউজিক্যাল অথবা কমেডি) একাধিক পুরস্কার জিতেছে ‘এমিলিয়া পেরেজ’। সেরা মোশন পিকচারস, সেরা অভিনেত্রী বিভাগের পাশাপাশি সর্বাধিক চারটি বিভাগে পুরস্কার জিতেছে সিনেমাটি।

এবার গোল্ডেন গ্লোবস-এ কারা পুরস্কার জিতেছেন- একনজরে দেখে নিন তালিকা।

সেরা চলচ্চিত্র (ড্রামা): দ্য ব্রুটালিস্ট, সেরা অভিনেতা (ড্রামা): অ্যাড্রিয়েন ব্রডি, সেরা অভিনেত্রী (ড্রামা): ফার্নান্দা তোরেস, সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি): এমিলিয়া পেরেজ, সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): সেবাস্টিয়ান স্ট্যান, সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): ডেমি মুর, সেরা পার্শ্ব অভিনেতা: কিয়েরান কলকিন, সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানিয়া, সেরা পরিচালক: ব্র্যাডি কোর্বেট, সেরা চিত্রনাট্য: কনক্লেভ, সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: ফ্লো, সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র: এমিলিয়া পেরেজ, সেরা মৌলিক আবহ সংগীত: চ্যালেঞ্জার্স, সেরা মৌলিক গান: এল মাল, সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট: উইকেড, সেসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা): ভায়োলা ডেভিস, সেরা টিভি সিরিজ (ড্রামা): শোগান, সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): হিরোয়ুকি সানাদা

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): অ্যানা সোয়াই, সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি): হ্যাকস, সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): জেরেমি অ্যালেন হোয়াইট, সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): জিন স্মার্ট, সেরা লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি: বেবি রেইন্ডিয়ার. সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি): কলিন ফারেল, সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি): জোডি ফস্টার, সেরা পার্শ্ব অভিনেতা: তাদানোবু আসানো, সেরা পার্শ্ব অভিনেত্রী: জেসিকা গানিং, সেরা স্ট্যান্ড-আপ কমেডি পারফরম্যান্স: আলি ওয়াং এবং ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা): টেড ড্যানসন।

Check Also

ঈদ রাঙাতে এলো ‘ঈদ আনন্দ’

শেরপুর নিউজ ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে আসছে তারেক আনন্দের কথায় ঈদের গান ‘ঈদ আনন্দ’। শাহরিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =

Contact Us