শেরপুর নিউজ ডেস্ক:
গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জাতীয় নির্বাচনের একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন। সেই অনুযায়ী জানুয়ারির মধ্যে সংস্কার কমিটির প্রতিবেদন জমা হবে। এরপরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের টাইম ফ্রেম দেয়া হবে।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জ আদালতে জুলাই স্মৃতি সংযোগ করিডোরের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, চলতি মাসে মধ্যে সংস্কার কমিটির রিপোর্ট জমা দেয়ার পর সব রাজনৈতিক দলের পরামর্শ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার শীঘ্রই সুনির্দিষ্ট নির্বাচনী টাইম ফ্রেম দেবে।জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনের রিপোর্ট এবং রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে।
উপদেষ্টা বলেন, শিল্পকারখানা নির্মাণের সময় পরিবেশ রক্ষায় অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তী সরকার। ঢাকা থেকে রাসায়নিক কারখানার কার্যক্রম মুন্সীগঞ্জে নির্মিত বিসিকের ক্যামিকেল পার্কে স্থানান্তরের কাজ চলছে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই পরিবেশের সঙ্গে কম্প্রোমাইজ করা যেন না হয়।
তিনি আরো বলেন, জুলাই শহীদরা দেশকে মুক্ত করেছেন। তাদের স্বীকৃতিকে সামনে নিয়ে আসা এবং পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষণীয় করে রাখার কাজ চলবে। শহীদ পরিবারকে সহায়তায় দেয়ার প্রক্রিয়া চলবে।
এসময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আল সরকার, জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তার, আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল হালিম ও শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।