Home / বিদেশের খবর / ভারি বৃষ্টিতে মক্কা-মদিনা ও জেদ্দায় বন্যা

ভারি বৃষ্টিতে মক্কা-মদিনা ও জেদ্দায় বন্যা

শেরপুর নিউজ ডেস্ক:

সৌদি আরবের মক্কা-মদিনা ও জেদ্দা শহরে ভারি বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। গত সোমবার এ অঞ্চলগুলোতে বজ্রসহ ভারি বৃষ্টিপাত হয়। সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, রাস্তাঘাটে গাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং লোকজন বন্যার পানির মধ্য দিয়ে হাঁটছেন। দেশটির ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার (এনএমসি) সারা সপ্তাহে হালকা থেকে মাঝারি ভারি বৃষ্টি, বজ্রপাত এবং ধূলিঝড়ের পূর্বাভাস দিয়েছে। সৌদি আরবের পরিবেশ, জল ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বদর প্রদেশের আল-শাফিয়াহতে সর্বোচ্চ ৪৯ দশমিক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জেদ্দার আল-বাসাতিনে। সেখানে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মদিনায় মসজিদে নববীতে ৩৬ দশমিক ১ মিলিমিটার ও কুবা মসজিদে ২৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

এদিকে আকস্মিক বন্যার কারণে জেদ্দা, মদিনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত, বজ্রপাত, ধূলিঝড়ের পূর্বাভাসসহ এ ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামীকাল ৮ জানুয়ারি বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে। গালফ মিডিয়া, আরব নিউজসহ বিভিন্ন সৌদি মিডিয়ার খবরে বলা হচ্ছে, মদিনায় তীব্র বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার কারণে রাস্তাগুলো নদীতে পরিণত হয়েছে। মদিনা ছাড়াও রিয়াদ, মক্কা, আল-বাহা এবং তাবুকসহ অন্যান্য অঞ্চলও বিরূপ আবহাওয়ার প্রভাবের জন্য প্রস্তুত রয়েছে। এনএমসি উত্তর সীমান্ত, আল-জউফ, হাইল, কাসিম এবং পূর্বাঞ্চলজুড়ে একই রকম পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে।

মক্কার ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার জনসাধারণকে, বিশেষ করে গাড়িচালক এবং সমুদ্র সৈকতগামীদের সতর্কতা অবলম্বন করতে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়াতে অনুরোধ করেছে।

Check Also

নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ সিদ্দিক

শেরপুর নিউজ ডেস্ক:   নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =

Contact Us