সর্বশেষ সংবাদ
Home / অপরাধ জগত / স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

শেরপুর নিউজ ডেস্ক:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কালিদাসিয়া গ্রামে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে কৃষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম আসামির উপস্থিতিতে ওই আদেশ দেন। দণ্ডিত হারুন মোল্লা বাকেরগঞ্জের কালিদাসিয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে।

বেঞ্চ সহকারী আজিবর রহমান মামলার এজাহারের বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ৭ মে বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে বরিশাল সদর উপজেলা তালুকদার হাট এলাকা থেকে অপহরণ করে আসামি। পরে তাকে মারধর ও জখম করার হুমকি দিয়ে ধর্ষণ করে।

তিনি জানান, এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ছয় জনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানা এজাহার হিসেবে মামলা রুজু করেন। ২০১৮ সালের ১৩ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই আব্দুস ছবুর চার জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক সাত জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।

বেঞ্চ সহকারী আরও জানান, আসামি হারুনকে অপহরণের দায়ে ১৪ বছর কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের দণ্ডাদেশ এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন বিচারক।

Check Also

রাজশাহী থেকে অপহৃত নারী চিকিৎসক পাবনায় উদ্ধার, গ্রেপ্তার ৪

শেরপুর নিউজ ডেস্ক: রাজশাহী থেকে এক নারী চিকিৎসক অপহরণের একদিন পর পাবনা থেকে উদ্ধার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + eight =

Contact Us