Home / বিনোদন / সত্যি কি দুধ দিয়ে গোসল করেন শালিনী

সত্যি কি দুধ দিয়ে গোসল করেন শালিনী

শেরপুর নিউজ ডেস্ক: ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভসের দৌলতে বেশ কিছুদিন ধরে সংবাদের শিরোনামে শালিনী পাসি। ফিটনেস ফ্রিক শালিনীর কাচের মতো ঝকঝকে ত্বক ও ফেটে পড়া গ্ল্যামার নিয়ে কৌতুহলের শেষ নেই মানুষের মধ্যে।

মাঝে গুঞ্জন ওঠে, তিনি নাকি দুধ দিয়ে গোসল করেন নিয়মিত। তাই চকচক করে তার ত্বক। জল্পনাও শুরু হয় সেই আলোচনায়। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শালিনী সাফ জানালেন, পুরোটাই গুঞ্জন। দুধ দিয়ে গোসল করেন না তিনি। একটি শোতে বাড়তি কথা এড়িয়ে যাওয়ার জন্য তিনি সকল প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বলেছিলেন। সেখান থেকেই এই জল্পনা ছড়িয়ে পড়ে।

অভিনেত্রী বলেন, ‘আমি দুধ দিয়ে গোসল করি না। একটি শো-তে সব কিছুর উত্তরে হ্যাঁ বলেছিলাম। কারণ সেখানে বাড়তি কথা বলতে চাইছিলাম না। এরপরই ছড়িয়ে পড়ে, আমি নাকি দুধ দিয়ে গোসল করি।’

শালিনী আরও বলেন, ‘আমি যেখানে থাকি, তার আশপাশে গরু, ছাগল বা ঘোড়া পোষা যায় না। নিষেধাজ্ঞা রয়েছে। তাই সেখানে দুধ দিয়ে গোসলের প্রশ্নই আসে না।’

তাহলে ৪৯ বছরেও কীভাবে ২০-র মতো ত্বক? কীভাবে এত টানটান ও ঝকঝকে ত্বক মেইনটেন করেন তিনি? উত্তরে অভিনেত্রী বলেন, ‘ঘরোয়া টোটকাতেই বাজিমাত হয়।’

ভালো ত্বকের জন্য নাকি বিটের রস খান এই অভিনেত্রী। যা তার ত্বককে চকচকে করে তুলতে সাহায্য করে।

এর আগেও বেশ কয়েকটি সাক্ষাৎকারে তিনি ঘরোয়া টোটকার ওপর জোর দিয়েছিলেন। বলেছিলেন, ‘আমি রান্নাঘরে থাকা জিনিসপত্র দিয়েই ত্বকের যত্ন নেই। আমার প্রথম শিক্ষক এক্ষেত্রে মা ও ঠাকুমা। তারা যেভাবে ত্বক ভালো রাখতেন, আমি সেটা শিখে, সেভাবে ভালো রাখার চেষ্টা করি।’

শালিনী শরীরচর্চা ও ডায়েটের ওপরও জোর দিয়েছেন। তার কথায়, ভালো ও পুষ্টিকর খাবার খেলে, ঘরোয়া খাবার খেলে শরীর ভাল থাকবে। শরীর চর্চা করলে ত্বকও সুন্দর থাকবে।

Check Also

ঈদ রাঙাতে এলো ‘ঈদ আনন্দ’

শেরপুর নিউজ ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে আসছে তারেক আনন্দের কথায় ঈদের গান ‘ঈদ আনন্দ’। শাহরিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 11 =

Contact Us