শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পুঠিয়া গ্রামে গাঁজা সেবনে বাধা দেওয়ায় আজিম উদ্দিন সরকার (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আজিম উদ্দিন ওই গ্রামের মৃত মোসলেম উদ্দিন সরকারের ছেলে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ৯টার দিকে। রাতেই থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।
এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার রাতে দিকে আজিম উদ্দিন বাড়ি ফেরার সময় কয়েকজন যুবককে তার বাড়ির অদূরে সরিষা ক্ষেতের পাশে গাঁজা সেবন করতে দেখেন। এসময় তিনি গাঁজা সেবনকারীদের চোর চোর বলে ধাওয়া দেন। এক পর্যায়ে গাঁজা সেবনকারীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালিয়ে বেধরক মারপিট করে পালিয়ে যায়।
খবর পেয়ে তার স্বজনরা গুরুতর আহত অবস্থায় আজিম উদ্দিনকে গ্রামের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এসময় বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল আটক করে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার এবং মোটরসাইকেলটি জব্দ করে।
এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পর এখানে বিভিন্ন এলাকা থেকে যুবকেরা গাঁজাসহ নানান ধরনের মাদক সেবন করতে আসে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আছলাম আলি জানান, ওই ব্যক্তি কীভাবে মারা গিয়েছেন তা সঠিক জানি না, আমরা তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাইনি।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।