সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ভাগ্যোন্নয়নে মার্কিন মুল্লুকে রোমান সানা ও দিয়া সিদ্দিকী

ভাগ্যোন্নয়নে মার্কিন মুল্লুকে রোমান সানা ও দিয়া সিদ্দিকী

শেরপুর নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য এখন সেখানে অবস্থান করছেন বাংলাদেশের আর্চার দম্পতি রোমান সানা ও দিয়া সিদ্দিকী। দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। এখন প্রয়োজনীয় কাগজ- পত্রের জন্য সেখান থেকে ঢাকায় যোগাযোগ করছেন। রোমান সানা আর্চারির অনুশীলন ক্যাম্পে ছিলেন না, পারফরম্যান্স ভালো না হওয়ায় তিনি আগেই বাদ পড়েছিলেন।

তার স্ত্রী দিয়া সিদ্দিকী ক্যাম্পে ছিলেন। কিন্তু কাঁধের সমস্যার কারণে চিকিৎসার কথা বলে একবার বাড়িতে আরেকবার ক্যাম্পে অবস্থান করলেও দিয়া সিদ্দিকী ফেডারেশনকে না জানিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। আর্চারদের প্রশিক্ষণ কমিটির আহ্বায়ক ফারুক ঢালী জানিয়েছেন, ৩ জানুয়ারি ক্যাম্পে ফেরার কথা ছিল দিয়ার। আমরা দিয়ার মায়ের কাছে শুনেছি ওরা যুক্তরাষ্ট্রে চলে গেছেন। আমাদেরকে জানিয়ে যাননি। রোমান তো আমাদের ক্যাম্পেই নেই। তার ব্যাপারে আর্চারি ফেডারেশনের বলা কিছু নেই। দিয়া ক্যাম্পের খেলোয়াড়, তাই আমরা খোঁজ নিয়েছি, উচিত হয়নি এভাবে চলে যাওয়া।’

রোমান সানা ভালো আর্চার হলেও তার ক্যারিয়ার ছিল শেষের দিকে। ফেডারেশনে কর্মকর্তাদের মতে, রোমান সানার চেয়েও ট্যালেন্ট দিয়া সিদ্দিকী। অনেক দূর যাওয়ার সুযোগ ছিল। দিয়া খেলায় ভালো, লেখাপড়ায় ভালো। এসএসসি এবং এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার কোটায় ভর্তি হলেও মেধা যাচাইয়ে এগিয়ে ছিলেন দিয়া। দেশেই তার জন্য অনেক পথ খোলার অপেক্ষায় ছিল। সব বিসর্জন দিয়ে স্বামীর হাত ধরে নতুন পথের সন্ধানে যুক্তরাষ্ট্রে পাড়ি দিলেন। জানা গেছে, দিয়ার আগ্রহ ছিল না। কিন্তু স্বামীর পীড়াপীড়িতে বাধ্য হয়েছেন দেশ ছাড়তে। রোমান-দিয়া দুজনেই আন্তর্জাতিক অলিম্পিক থেকে স্কলারশীপ পেয়েছেন।

আর্চার অসীম কুমার দাস, হাকিম আহমেদ রুবেল, বিউটি, রামকৃষ্ণ, দিয়া ও রোমান সানা যুক্তরাষ্ট্রে খেলতে গিয়েছিলেন। ৫ বছরের ভিসা পেয়েছিলেন। অসীম খেলা থেকে অবসর নেওয়ার পর অনেক দিন ঢাকায় ছিলেন, পরে কলকাতায় ছিলেন অনেক দিন। শোনা গেছে তিনি যুক্তরাষ্ট্রে গেছেন।

ফারুক ঢালী বলেন, ‘হাকিম আহমেদ রুবেল বলেছেন, তার বাবা অসুস্থ, উত্তরার একটি হাসপাতালে। ওখানে যেতে হবে। বাবার সেবা করতে হবে। ফেডারেশনকে এসব কথা বলে আর ফেরেননি হাকিম। পরে শুনলাম যুক্তরাষ্ট্রে চলে গেছেন।’ তিনি বলেন, ‘কেউ যদি না বলে চলে যায় আমরা কী করতে পারি? আমরা তো কারো পাসপোর্ট আটকে রাখতে পারব না।’

প্রশিক্ষণ কর্মকর্তা ফারুক ঢালী বলেন, ‘২০ লাখ টাকা খরচ করে পাঁচটা খেলোয়াড় বের করা হয়েছে। আর এখন পর্যন্ত রোমানের পেছনেই কোটি টাকা খরচ করতে হয়েছে। তাকে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে। ইউরোপের নানা দেশে খেলতে পাঠানো হয়েছে। রোমানকে খুঁজে বের করে তৈরি করেছে ফেডারেশন। যেজন্যই সে আজকের রোমান সানা।’

খুলনায় পাঁচ তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করছেন রোমান। বিভিন্ন স্পন্সর প্রধানমন্ত্রীর তহবিল হতে পাওয়া অনুদান, মায়ের চিকিৎসা করাতে অর্থ-২০১৮ সাল থেকে ৪৬ লাখ টাকা পেয়েছেন রোমান সানা। আনসারে চাকরি পেয়েছেন। এতকিছু পাওয়ার পরও রোমান সানার আফসোস, দেশ তাকে কিছুই দেয়নি। ২০১৯ সাল থেকে দিয়া সিদ্দিকী পেয়েছেন ২৩ লাখ টাকা, ২০১৯ সাল থেকে হাকিম আহমেদ রুবেল পেয়েছেন ২৩ লাখ টাকা। খেলোয়াড়রা পারফরম্যান্স ভালো করলে নানা ভাবে অর্থ দেওয়া হয় বলে জানান ফারুক ঢালী।

ব্রোঞ্জ জয় করে দেশে আলোড়ন তুলে ছিলেন। তাকে নিয়েই আর্চারি ফেডারেশনের অনেক স্বপ্ন ছিল। খেলা পড়ে গেলেও ফেডারেশন চেয়েছিল রোমান সানা কোচ হবেন। দেশের আর্চারির জন্য কাজ করবেন। প্রশিক্ষণ কমিটির আহ্বায়ক ফারুক ঢালী বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল রোমান কোচ হয়ে দেশের জন্য কাজ করবেন। প্রশিক্ষণ কার্যক্রমও শুরু হয়েছিল, কিন্তু রোমানের আগ্রহ নেই। কোর্স দেখে রোমান বলেছিলেন এর চেয়ে আমি বেশি জানি। এখন কথা হচ্ছে, বেশি জানতেই পারেন। কিন্তু কোচ হতে হলে আনুষ্ঠানিকভাবে কোর্স করতে হয়। এটা মানতে রাজি না রোমান সানা।’

Check Also

ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন ভারতের করুন নায়ার

শেরপুর নিউজ ডেস্ক : বিশ্ব ক্রিকেটে রেকর্ড গড়লেন ভারতের ব্যাটার করুন নায়ার। তার টানা সেঞ্চুরির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =

Contact Us