সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শিবগঞ্জ / স্ত্রীসহ সাবেক এমপি জিন্নাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্ত্রীসহ সাবেক এমপি জিন্নাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শরিফুল ইসলাম জিন্নাহ ও তার স্ত্রী মোহসিনা আকতারের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এদিন দুদকের উপ-পরিচালক সিফাত হাসান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ও স্ত্রী মিসেস মোহসীনা আকতার দুই কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৩৭২ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং উক্ত সম্পদের তথ্য গোপন, স্থানান্তর রূপান্তর ও হস্তান্তর করেছেন।

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, মোহসিনা ও শরিফুল সপরিবারে দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বর্ণিত আসামিরা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন সে বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের নিমিত্ত ইমিগ্রেশন কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানি শেষে বিচারক নিষেধাজ্ঞার আদেশ দেন।

Check Also

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহত

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =

Contact Us