শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ায় মূল্য তালিকা না থাকা, অধিক মুনাফায় চাল বিক্রি, পাকা রশিদ না থাকা, খাদ্যশস্য লাইসেন্স ও ট্রেড লাইসেন্স না থাকার অপরাধে ৩ চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের কলোনী বাজার ও খান্দার বাজারে অভিযান পরিচালনা করে তাদের এই অর্থদন্ড দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারি পরিচালক মেহেদী হাসান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সহকারি পরিচালক মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের কলোনী বাজার এবং খান্দার বাজারের বেশ কয়েকটি চালের দোকানে অভিযান করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুটি বাজারের তিনটি দোকানে মূল্য তালিকা না থাকা, অধিক মুনাফায় চাল বিক্রি, পাকা রশিদ না থাকা, খাদ্যশস্য লাইসেন্স ও ট্রেড লাইসেন্স না থাকার অপরাধে ৩ চাল ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা হয়।
অভিযানটি পরিচালনায় সহযোগিতা করেন জেলা টাস্কফোর্স কমিটির সদস্যগণ, খাদ্য অফিস ও জেলা পুলিশের একটি টিম।