সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / শীঘ্রই বিয়ে করছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে !

শীঘ্রই বিয়ে করছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে !

শেরপুর নিউজ ডেস্ক:

ভারতের ধনকুবের আম্বানি গ্রুপের কর্মচারী ও সাবেক মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের প্রেমের গুঞ্জন কান পাতলেই শোনা যায়।

অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রতিটি অনুষ্ঠানেই হাজির ছিলেন অনন্যা। সেই বিয়ের আসর থেকেই নাকি ওয়াকারের সঙ্গে অভিনেত্রীর প্রেম।

সম্প্রতি ফোর্বসের সঙ্গে এক আলাপচারিতায় নিজের বিয়ে এবং সন্তান পরিকল্পনার কথা খোলাখুলি জানালেন অনন্যা পাণ্ডে। এমনকী নিজের পেশাগত ভবিষ্যৎ পরিকল্পনাও সামনে আনেন।

অনন্যা জানান, ‘ব্যক্তিগতভাবে এখন থেকে পাঁচ বছর পর আমি নিজেকে বিবাহিত হিসেবে দেখতে চাই। একটা সংসারে থিতু হব, সুখী হব ও সন্তান নেয়ার পরিকল্পনা চলবে। আর প্রচুর পোষ্য কুকুর থাকবে।’

অভিনেত্রীর এই অকপট স্বীকারোক্তিতে স্বভাবতই উচ্ছ্বসিত তার ভক্তরা। কিন্তু অনেকে আবার প্রশ্ন করছেন, ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে প্রেম যেহেতু, তা নিশ্চয়ই জোরালো হচ্ছে; তাহলে ওয়াকারকেই বিয়ে করছেন অনন্যা পাণ্ডে?

অনন্যা আর ওয়াকারের মধ্যে যে কিছু চলছে, তাতে কারো সন্দেহ নেই। আর অভিনেত্রীর এই পরিকল্পনা জানার পরে এই জল্পনায় কিছু তো সত্যতা রয়েছে বলে দাবি করছেন তারা। অনেকের ধারণা, বিয়ে করলে ওয়াকার ব্ল্যাঙ্কোকেই করার সম্ভাবনা রয়েছে অনন্যার।

এর আগে অনন্যার সঙ্গে প্রেমের ইঙ্গিত দিয়ে তার জন্মদিনে ইনস্টাগ্রামে একটি মিষ্টি শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন ওয়াকার। অভিনেত্রীর একটি সুন্দর ছবি পোস্ট করেছিলেন তিনি। দেখা যাচ্ছে, ওয়াকারের মাথায় নিজের মাথা এলিয়ে রেখেছেন অনন্যা। অভিনেত্রীর মুখে রয়েছে মিষ্টি হাসি। ওয়াকার লিখেছিলেন, ‘শুভ জন্মদিন সুন্দরী। তুমি স্পেশাল। আমি তোমাকে ভালোবাসি অ্যানি!’

Check Also

সত্যি কি দুধ দিয়ে গোসল করেন শালিনী

শেরপুর নিউজ ডেস্ক: ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভসের দৌলতে বেশ কিছুদিন ধরে সংবাদের শিরোনামে শালিনী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =

Contact Us