সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / প্রথমবার এক গানে রুনা লায়লা ও বাপ্পা মজুমদার

প্রথমবার এক গানে রুনা লায়লা ও বাপ্পা মজুমদার

শেরপুর নিউজ ডেস্ক: প্রথমবার একসঙ্গে একই গানে কণ্ঠ দিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও বাপ্পা মজুমদার। গানের শিরোনাম ‘বলেছ’। এটি লিখেছেন সৈয়দ গালিব হাসান। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।

জানা গেছে, গানটি মূলত রুনা লায়লার একক কণ্ঠে গাওয়ার জন্য তৈরি হয়েছিল। কিন্তু সুর শোনার পর রুনার অনুরোধে বাপ্পাও এতে কণ্ঠ দেন।

এ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘খুব সুন্দর একটি গান। কম্পোজিশনটা এক কথায় অসাধারণ। গালিবের লেখা গানের কথাও খুব সুন্দর। বাপ্পার সঙ্গে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। একটি কথাই বলব, গানটি গেয়ে অনেক তৃপ্তি পেলাম।’

বাপ্পা মজুমদার বলেন, ‘আমার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা! প্রথম থেকেই ভীষণ নার্ভাস লাগছিল! কিংবদন্তি এ মহান শিল্পীর জন্য গান করতে পারা নিঃসন্দেহে এক পরম প্রাপ্তি। রুনা ম্যামের গাওয়া নিয়ে কোনো কথা বলার সাহস আমার নেই! গানটি মূলত করা হয়েছিল উনার জন্য!

তিনি নিজ থেকেই বলেছিলেন, তুমি বরং আমার সঙ্গে গাও! গানটি ডুয়েট হোক! এটি আমার কাছে হাতে চাঁদ পাওয়ার মতো বললে ভুল হবে না একদমই! আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ এ কিংবদন্তির সঙ্গে গান করতে পারাই আমার কাছে এক পরম প্রাপ্তি। আশা করি শুদ্ধ গানের শ্রোতাদের ভালো লাগবে।’

Check Also

সত্যি কি দুধ দিয়ে গোসল করেন শালিনী

শেরপুর নিউজ ডেস্ক: ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভসের দৌলতে বেশ কিছুদিন ধরে সংবাদের শিরোনামে শালিনী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + six =

Contact Us