শেরপুর ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বগুড়ার শেরপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংক্ষিপ্ত আলোচনা শেষে সভা শেষে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিকি হেলাল, মাহবুবুর রহমান, জিএম মোস্তফা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরু, যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান টুলু, মোস্তাফিজার রহমান নিলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
এতে লন্ডনে চিকিৎসারত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা সোহেল রানা।