সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / ধুনটে অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

ধুনটে অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

 

 

ধুনট (বগুড়া) সংবাদদাতা:: বগুড়ার ধুনট উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের সর্দার ইউনুছ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিক-আপ ভ্যান (ঢাকা মেট্টো-ন ১৯-৩০৭৪) জব্দ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ইউনুছ আলী ফরিদপুরের সদরপুর উপজেলার চানপুর গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ইউনুছ আলী আন্ত:জেলা ডাকাত দলের সর্দার। গত বৃহস্পতিবার মধ্যরাতে ইউনুছ আলী ও তার সহযোগীরা একটি পিক-আপ ভ্যান নিয়ে ধুনট-চিকাশি পাকা সড়কের হায়রানী বিল এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল।

এ সময় সংবাদ পেয়ে থানার টহল পুলিশ সেখানে অভিযান চালায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্য ঘটনাস্থল থেকে কৌশলে সটকে পড়ে। তবে পিক-আপ থেকে ইউনুছ আলীকে আটক করা হয়।

এ সময় পিক-আপ তল্লাশি করে চাপাতি, কাটার মেশিন, রশিসহ ডাকাতির সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ঘটনায় থানার এসআই নয়ন কুমার বাদি হয়ে মামলা দায়ের করেছেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংঘবদ্ধ ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Check Also

শেরপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে ইউএনও’র কার্যালয় ঘেরাও

শেরপুর নিউজ ডেস্ক: চাঁদাবাজি বন্ধের দাবিতে বগুড়ার শেরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 20 =

Contact Us