সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল,জানালেন হানিফ সংকেত

ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল,জানালেন হানিফ সংকেত

শেরপুর নিউজ ডেস্ক:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং চলাকালে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর রাজা টংকনাথের রাজবাড়িতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বিশাল জনসমাগমের কারণে চেয়ার ছোড়াছুড়ি, মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটে।

অনুষ্ঠানের শুটিং শুরু হওয়ার কিছুক্ষণ পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, লোকজন বাঁশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে এবং চেয়ার ছোড়াছুড়ি করছে।

অনুষ্ঠানের পরিকল্পক, নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত জানান, এদিন পাঁচ লাখেরও বেশি মানুষ অনুষ্ঠানে সমবেত হন। তিনি বলেন, আমি যখন মঞ্চে উঠি, তখন শুনলাম, চারদিক থেকে তিন কিলোমিটারের মতো রাস্তা পুরোপুরি জনসমাগমে ভরা। এই বিশাল ভিড় সামলানো সম্ভব হয়নি। লোকজন ব্যারিকেড ভেঙে ঝাঁপিয়ে পড়ে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত

হানিফ সংকেত জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের সহায়তা নেয়া হয়। আমি প্রশাসনকে বললাম, এভাবে অনুষ্ঠান করা সম্ভব নয়। তাই কিছু সময়ের জন্য দৃশ্যধারণ বন্ধ রেখে লাইট বন্ধ করে দিতে বলি। উপস্থিত জনতাকে অনুরোধ করি শান্ত হতে এবং বাড়ি ফিরে যেতে। এতে লোক কমতে তিন ঘণ্টা সময় লেগে যায়, তিনি বলেন।

স্থানের সীমাবদ্ধতা এবং বিশাল ভিড়

অনুষ্ঠানের স্থান নির্বাচন প্রসঙ্গে হানিফ সংকেত বলেন, আমরা কখনোই ভাবিনি এত লোক আসবে। জেলা প্রশাসনও জানিয়েছিল এটি গ্রামীণ এলাকা, তাই লোক কম হবে। তবে, পাঁচ লাখেরও বেশি মানুষ সমবেত হওয়ায় স্থানটি যথেষ্ট ছিল না। স্থানীয় মানুষ খুব আন্তরিক ছিলেন এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

শেষ পর্যন্ত অনুষ্ঠান সম্পন্ন

পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ‘ইত্যাদি’র শুটিং পুনরায় শুরু হয়। তখনো প্রায় দেড় থেকে দুই হাজার দর্শক উপস্থিত ছিলেন। হানিফ সংকেত বলেন, “অনুষ্ঠানের বাকি অংশে দর্শকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছেন, এবং আমরা সফলভাবে শুটিং শেষ করতে পেরেছি।”

এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ‘ইত্যাদি’র জনপ্রিয়তাকে আরও একবার প্রমাণ করে। তবে, এত বিশাল জনসমাগম সামাল দেওয়ার মতো উপযুক্ত ব্যবস্থা না থাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্থানীয়রা এই ঘটনার জন্য লজ্জিত হলেও তাদের আন্তরিক সহযোগিতা শেষ পর্যন্ত অনুষ্ঠান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Check Also

ঠাকুরগাঁওয়ে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভাঙচুর-মারামারি

শেরপুর নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ চলাকালে ভাঙচুর ও মারামারি ঘটনা ঘটেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =

Contact Us