সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুরে পৌরশহরে মহাসড়কে নেই সড়ক বাতি

শেরপুরে পৌরশহরে মহাসড়কে নেই সড়ক বাতি

শেরপুরনিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর পৌরসভার মহাসড়কে একটিও সড়ক বাতি না থাকায় রাতের শহরে নেমে আসে ভুতুড়ে অন্ধকার। ফলে ঘটছে নানা অপরাধমুলক কার্যক্রম। অনিরাপদ হয়ে উঠেছে জনজীবন।

জানা গেছে, প্রথম শ্রেণীর শেরপুর পৌরশহরের ধুনট মোড় থেকে হাজিপুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তায় একটিও সড়ক বাতি নেই। ২০১৫ সালে লাখ লাখ টাকা খরচ করে ধুনট মোড় থেকে আহলে হাদীস মসজিদ পর্যন্ত রোড ডিভাইডারে সড়ক বাতির ব্যবস্থা করা হয়েছিল পৌরসভার একটি প্রকল্পে। কিন্তু ফোরলেন সম্প্রসারণ কাজের জন্য সেগুলো কিছুদিন পুর্বে ভেঙ্গে ফেলা হয়। এরপর থেকেই রাতের শেরপুর শহরে নেমে আসে ভুতুড়ে অন্ধকার। ফলে এখন শহর পরিণত হয়েছে অনিরাপদ জনপদে।

শেরপুর শহরের স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যা এলেই শহরের অলিগলি ছাড়াও প্রধান সড়কে নেমে আসে অন্ধকার। ফলে চলাচল করতে ভয় লাগে। দীর্ঘদিনেও শেরপুর পৌরসভার পক্ষ থেকে সড়ক বাতি প্রতিস্থাপনের কোন কাজ করা হয়নি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, মহাসড়কে সড়ক বাতি না থাকায় রাত্রিকালীন ব্যবসা ক্ষতিগ্রস্থ হচ্ছে।

Check Also

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে রাজনৈতিক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − three =

Contact Us