সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / ডোনাল্ড ট্রাম্পের দণ্ড ‘নিঃশর্ত মুক্তি’

ডোনাল্ড ট্রাম্পের দণ্ড ‘নিঃশর্ত মুক্তি’

শেরপুর নিউজ ডেস্ক:পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘নিঃশর্ত মুক্তি’ দণ্ডাদেশ দিয়েছেন দেশটির আদালত। দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের জন্য আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ট্রাম্প। শপথ গ্রহণের আগেই তার বিরুদ্ধে দণ্ড ঘোষণা করলেন আদালত। শুক্রবার (১০ জানুয়ারি) এই রায় দিয়েছেন বিচারক।

মামলার বিচারক জুয়ান মেরচান আগেই বলেছেন, তিনি ট্রাম্পকে কারাদণ্ড দেওয়ার কোনো ইচ্ছা রাখেন না এবং সম্ভবত তাকে শর্তহীন মুক্তি দেবেন। এর ফলে ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও কোনো কারাদণ্ড, জরিমানা বা পর্যবেক্ষণ আরোপ করা হবে না।

নিউইয়র্কে এই দণ্ডের অর্থ হলো ট্রাম্প পর্ন তারকাকে ঘুষ দেওয়ার যে অভিযোগে অভিযুক্ত হয়েছেন, সেটি থাকবে। তবে তাকে কোনো ধরনের কারাদণ্ড বা জরিমানা করা হবে না। এ ছাড়া আদালতের দণ্ডাদেশের প্রতি তাকে সম্মান জানাতে হবে।

ট্রাম্প ২০২৩ সালের মে মাসে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত হন, যেখানে তিনি ২০১৬ সালের মার্কিন নির্বাচনের আগে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার প্রদান করার তথ্য গোপন করার অভিযোগে অভিযুক্ত হন।

২০১৬ সালের নির্বাচনের আগে মুখ বন্ধ রাখতে স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। এই নারীর অভিযোগ ২০০৬ সালে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন ট্রাম্প। তবে আদালতে ট্রাম্প অভিযোগ অস্বীকার করে দাবি করেন তিনি অন্যায়ের শিকার হয়েছেন।

Check Also

দুবাইয়ে সম্পদ গড়া ৭০ ‘ভিআইপি’ চিহ্নিত করেছে দুদক

  শেরপুর নিউজ ডেস্ক: দুবাইয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন এমন অন্তত ৭০ জন ‘ভিআইপি’ বাংলাদেশিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us