সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / নিউজার্সি সিটির ডেপুটি মেয়র বাংলাদেশি মেয়ে শেফা

নিউজার্সি সিটির ডেপুটি মেয়র বাংলাদেশি মেয়ে শেফা

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন শেফা উদ্দিন নিউজার্সির সমারসেট কাউন্টিতে অবস্থিত ফ্র্যাঙ্কলিন সিটির (টাউনশিপের) ডেপুটি মেয়র হয়েছেন। ৭ জানুয়ারি অনাড়ম্বর অনুষ্ঠানে সমারসেট কাউন্টির নির্বাহী কর্মকর্তা (সারোগ্যাট) বার্নিস টিনা জাল্লো তাঁর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এর মধ্যদিয়ে যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রশাসনে আপন যোগ্যতায় বাংলাদেশি প্রজন্মের উত্থানের আরেকটি ঘটনা ঘটল।

এর আগে ফিলাডেলফিয়া সিটি কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন শেষে গত নির্বাচনে সেই সিটির মেয়রের সমপর্যায়ের ভোটে ‘কাউন্সিলম্যান অ্যাট লার্জ’ হিসেবে বিজয়ী হন ড. নীনা আহমেদ। শেফা উদ্দিন ফ্রাঙ্কলিন সিটির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২২ সালে। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা থেকে যুক্তরাষ্ট্রে এসে নিউজার্সিতে বসতি গড়েছেন শেফা উদ্দিনের মা-বাবা। সেখানেই জন্মেছেন শেফা এবং লেখাপড়াও করেছেন একই সিটিতে। সিটি কাউন্সিলম্যানের দায়িত্ব যথাযথভাবে পালন করায় পুরো সিটি কাউন্সিলের সভায় শেফা উদ্দিনকে ডেপুটি মেয়র হিসেবে নিয়োজিত করা হয়। এ বছরের ডিসেম্বর পর্যন্ত পুরো বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

Check Also

কমিটি নিয়ে দ্বন্দ্বে বৈষম্যবিরোধী ছাত্রদের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের থানা কমিটি নিয়ে দ্বন্দ্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − six =

Contact Us