শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় নওগাঁ জেলা ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪-২৫ এ টানা তৃতীয়বার রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া জেলা। শুক্রবার পাবনা জেলা দলকে ১৭৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বগুড়া। বগুড়া জেলা দলের বায়েজিদ বোস্তামী অপরাজিত ৮১ রান করে ম্যান অব দ মাচ নির্বাচিত হয়েছে।
সকালে টসে জিতে পাবনা জেলা দল বগুড়াকে ব্যাট করতে পাঠায়। দুই ওপেনারের গড়ে দেওয়া ভীতের ওপর দাঁড়িয়ে মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান বায়েজিদ বোস্তামীর অপরাজিত ৮২ এবং সাবিত আনামের ৬২ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রান করে বগুড়া। দুই ওপেনার সুফিয়ান হাসান ৩৯ এবং আব্দুর রহমান ৩৩ রান করে। পাবনা দলের আশিকুর, মাহমুদুল, ইরফান ও নাজ্জার একটি করে উইকে লাভ করে। জবাবে বগুড়া দলেল বোলিং তোপে পাবনা জেলা দল ৩২ ওভার ২ বলে মাত্র ৮১ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে আশিকুর সর্বোচ্চ ১৩ রান করে। বগুড়া জেলা দলের আব্দুর রহমান ৩টি, ইয়াছিন আলী ২টি এবং রিয়াজুল, সাদিক ও সুফিয়ান ১টি করে উইকে শিকার করে। বগুড়া জেলা দলের বায়েজিদ বোস্তামী ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হয়।
এদিকে, বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা শুক্রবার সন্ধ্যায় বগুড়া সার্কিট হাউজে বিজয়ী বগুড়া জেলা দলের ক্ষুদে ক্রিকেটার ও কর্মকর্তাদের ফুলেল সংবর্ধনা দেন এবং মিষ্টিমুখ করান। তিনি সাফল্যের ধারা অব্যাহত রাখতে ক্ষুদে ক্রিকেটারদের প্রতি আহ্বান জানান। এসময় শহীদ চান্দু ষ্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া ষ্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, রাজশাহী বিভাগীয় আম্পায়ার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক খালেদ মাহমুদ রুবেল, ইয়ং টাইগার্স ক্রিকেট একোডেমির পরিচালক সাহেদুল ইসলাম রবি, জেলা দলের কোচ মাহমুদ হাসান রিফাত, সহকারি কোচ রাশেদ হাসান উপস্থিত ছিলেন।