সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / হঠাৎ আহত রাশমিকা শুটিং বন্ধ সালমানের সঙ্গে

হঠাৎ আহত রাশমিকা শুটিং বন্ধ সালমানের সঙ্গে

শেরপুর নিউজ ডেস্ক: পুস্পা’ সিনেমার সাফল্যের পর থেকে পারিশ্রমিকের পাল্লা বাড়িয়েছে হার্টথ্রব অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার জুটি বেধেছেন বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে। ‘সিকান্দার’ সিনেমার শুটিংয়ের মাঝে জানা গেল রাশমিকার আহতের খবর।

‘সিকান্দার’ সিনেমার শুটিংয়ের সময় নয় অভিনেত্রী আহত হয়েছেন ব্যায়াম করার সময়। শুক্রবার (১০ জানুয়ারি) সিনেমাটির শেষ লটের শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল রাশমিকার। কিন্তু জিমে গিয়ে আঘাত পাওয়ায় শুটিংয়ে অংশ নিতে পারেননি এই অভিনেত্রী।

রাশমিকার ঘনিষ্ঠ একটি সূত্র পিঙ্কভিলাকে বলেন, ‘সম্প্রতি জিমে গিয়ে আঘাত পেয়েছেন রাশমিকা মান্দানা। বিশ্রামে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। যার কারণে তার পরবর্তী প্রজেক্টের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রাশমিকা এরই মধ্যে বেশ ভালো বোধ করছেন। খুব শিগগির শুটিংয়ে ফিরবেন তিনি।’

পুনরায় শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়ার আগে সম্পূর্ণ সুস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সেই অনুযায়ী রাশমিকা বিশ্রামে রয়েছেন বলে জানিয়েছে সূত্রটি।

প্রসঙ্গত ‘চালো’ সিনেমার মাধ্যমে রাশমিকার অভিষেক হয় তেলুগু সিনেমায়। এরপর ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির অসাধারণ সফলতার পর এই দক্ষিণী নায়িকার জনপ্রিয়তা আকাশছোঁয়া বাড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যে দর্শকহৃদয়ে জায়গা করে নেয়া রাশমিকা তেলেগু ইন্ডাস্ট্রি জয় করে বলিউড ইন্ডাস্ট্রিও এখন দাঁপিয়ে বেড়াচ্ছেন।

Check Also

‘বিয়ে করতে খুব বেশি দেরি নেই,

শেরপুর নিউজ ডেস্ক: ভারতীয় বাংলার ছবির অভিনেতা বনি সেনগুপ্ত জানিয়েছেন খুব বেশি সময় নিতে চান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us